জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর
দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বর্তমানে অবকাশ যাপনে আছেন সুদূর জর্জিয়ায়। ব্যস্ত শিডিউলের ফাঁকে নিজেকে সময় দিচ্ছেন তিনি। আর জর্জিয়ার মনোমুগ্ধকর প্রকৃতিতে ঘুরে বেড়ানোর একগুচ্ছ ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলো শেয়ার করার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাবিলা নূর এক লেক পাড়ে দাঁড়িয়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন। ঠান্ডা আবহাওয়ার কারণে তার পরনে রয়েছে শীতকালীন কোর্ট। প্রকৃতির সবুজের মাঝে তার প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী জর্জিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জর্জিয়া, যেখানে প্রতিটি বাঁক একটি পোস্টকার্ডের মতো লাগে।’
সাবিলা নূরের এসব ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুসারীরা। অভিনেত্রীর সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন অনেকেই। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘হাসিটা খুব সুন্দর।’ আরেকজন নেটিজেন ইংরেজিতে মন্তব্য করেছেন, ‘আপনি এক অসাধারণ সুন্দরী, এবং এই ছবিগুলো আপনার চমৎকার স্টাইল ও সৌন্দর্যকে তুলে ধরে।’
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাবিলা নূর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয়ের কাজ নিয়েও সর্বদা আলোচনায় থাকেন তিনি। বর্তমানে এই তারকার জর্জিয়া ভ্রমণ এবং তার মনোমুগ্ধকর ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ চর্চা।
Aminur / Aminur
ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর
বক্স অফিসে ‘থামা’র আয় কত?
এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা
লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী
প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়!
ইসরায়েল বয়কটের ডাকে ‘না’ বলল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি
মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ