ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৫ বিকাল ৬:৫৪

আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই তারকা। রেফারি তাকে হলুদ কার্ড দেখালে প্রতিবাদ জানান তিনি। ম্যাচের শেষে অভিযোগ করেন, রেফারি তাকে হুমকি দিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন।
বার্সেলোনা-পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর এখন নেইমার খেলছেন ব্রাজিলের সান্তোসে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন তিনি। ফ্লামেঙ্গোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই ঘটনা ঘটে নেইমারের সঙ্গে। সেই ম্যাচে সান্তোস ২-৩ গোলে হেরেছে। অবনমনের সামনে রয়েছে নেইমারের ক্লাব।
ম্যাচের ৩৬ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্কে জড়ান নেইমার। কিছুক্ষণ পরই রেফারি হলুদ কার্ড দেখান ব্রাজিলের এই ফুটবলারকে। নেমারকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাকে শান্ত করেন দলের কোচ।
ম্যাচের পর নেইমার বলেন, 'রেফারি খুবই খারাপ। সম্মান জানিয়েই বলছি, উনি খুব অহঙ্কারী। তিনি লকার রুমে গিয়ে সব সময়ে বলেন যে শুধু অধিনায়করাই কথা বলতে পারবে। যখন আমি দলের অধিনায়ক হিসেবে কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়াতে শুরু করেন।'
নেমার জানিয়েছেন, দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও রেফারি তার সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, 'আমি তার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় হুমকি দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন।'

 

Aminur / Aminur

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হলেন পলাশ

২ ইউরোপীয় পরাশক্তির সঙ্গে খেলবে ব্রাজিল, কবে কার সঙ্গে ম্যাচ

বিশ্বকাপ গ্রুপপর্বের প্রতিপক্ষ দল নিয়ে যা বললেন স্কালোনি

ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে নারিনের ‘৬০০’

অবসর নেওয়ার কারণ জানালেন রাসেল

এক পায়েও সুন্দর নেইমার, ১৩৩৩ দিন পর হ্যাটট্রিক

৫-১ থেকে স্কোর ৫-৪, ব্যাখ্যা নেই গার্দিওলার কাছে

রেকর্ড ছক্কা ও জয়ে বছর শেষ, শীর্ষে তামিম

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের

টস হেরে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিডিয়াকে স্বাগত জানাল আজারবাইজান, আড়ালে বাংলাদেশ

বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা