সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
দিনের খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সফরকারী আইরিশরা প্রথম ইনিংসে ২৮৬ রান তোলে। নিজেদের ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলছেন দুই স্বাগতিক ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। যাতে ভর করে বাংলাদেশের দলীয় রানও একশ পেরিয়েছে।
২০.৪ ওভারেই ১০০ রান পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সাদমান সপ্তম টেস্ট ফিফটি পেয়েছেন ৪৯ বলে। বাঁ–হাতি এই ওপেনার ইনিংস সাজিয়েছেন ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। এ ছাড়া ৭২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন জয়। যা টেস্টে তার পঞ্চম হাফসেঞ্চুরি।
এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না মাহমুদুল হাসান জয়। এই সিরিজ দিয়ে ফেরাটা তিনি রাঙালেন হাফসেঞ্চুরিতে। তিনি কিছুটা ধীরস্থির হলেও, সাদমান রান তুলেছেন দ্রুতগতিতে। বাংলাদেশের দুই ওপেনারের সামনে সুবিধা করতে পারছেন না আইরিশ বোলাররা। এখন পর্যন্ত করা প্রতি বোলারই ৪.৩-০ এর বেশি গড়ে রান দিয়েছেন। এরই মাঝে দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।
এদিকে, নিজেদের প্রথম ইনিংসে পল স্টার্লিং ৬০, ক্যাড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ এবং জর্ডান নেইল ৩০ রানে ভর করে আয়ারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৮৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া হাসান, হাসান মুরাদ, তাইজুল ২টি করে এবং নাহিদ রানা এক উইকেট নিয়েছেন।
এমএসএম / এমএসএম
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল