সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
দিনের খেলা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সফরকারী আইরিশরা প্রথম ইনিংসে ২৮৬ রান তোলে। নিজেদের ইনিংসের শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলছেন দুই স্বাগতিক ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনেই ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। যাতে ভর করে বাংলাদেশের দলীয় রানও একশ পেরিয়েছে।
২০.৪ ওভারেই ১০০ রান পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সাদমান সপ্তম টেস্ট ফিফটি পেয়েছেন ৪৯ বলে। বাঁ–হাতি এই ওপেনার ইনিংস সাজিয়েছেন ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে। এ ছাড়া ৭২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫০ রান করেন জয়। যা টেস্টে তার পঞ্চম হাফসেঞ্চুরি।
এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না মাহমুদুল হাসান জয়। এই সিরিজ দিয়ে ফেরাটা তিনি রাঙালেন হাফসেঞ্চুরিতে। তিনি কিছুটা ধীরস্থির হলেও, সাদমান রান তুলেছেন দ্রুতগতিতে। বাংলাদেশের দুই ওপেনারের সামনে সুবিধা করতে পারছেন না আইরিশ বোলাররা। এখন পর্যন্ত করা প্রতি বোলারই ৪.৩-০ এর বেশি গড়ে রান দিয়েছেন। এরই মাঝে দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।
এদিকে, নিজেদের প্রথম ইনিংসে পল স্টার্লিং ৬০, ক্যাড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, ম্যাককার্থি ৩১ এবং জর্ডান নেইল ৩০ রানে ভর করে আয়ারল্যান্ড অলআউট হওয়ার আগে ২৮৬ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া হাসান, হাসান মুরাদ, তাইজুল ২টি করে এবং নাহিদ রানা এক উইকেট নিয়েছেন।
এমএসএম / এমএসএম
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’
সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা
জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন