বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল
ভারতের অন্যতম তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। নারী ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেনের বিয়ে নিয়ে গেল কিছুদিন দেশটিতে উৎসবের আমেজ বইছিল। দীর্ঘদিন সম্পর্কে থাকা প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছিলেন। তবে আপাতত ভেস্তে গিয়েছে তাদের বিয়ে। স্মৃতির পরিবারের তরফে বলা হয়েছে, ক্রিকেটারের বাবার হঠাৎ অসুস্থতার কারণেই স্থগিত হয়েছে বিয়ে। তবে এরই মধ্যে গুঞ্জন রটেছে, স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ। একের পর এক সামনে আসছে নতুন সব তথ্য।
বিয়ে স্থগিত হওয়ার পরপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে দিয়েছিলেন স্মৃতি। বহুল চর্চিত এই বিয়ে দেখার জন্য যারা অপেক্ষায় ছিলেন, তারা ভারতীয় ভাইস ক্যাপ্টেনের এমন কাণ্ডে বিস্মিতই হয়েছিলেন। যদিও বিয়ে নিয়ে স্মৃতি কিংবা পলাশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি।
এদিকে, বিয়ের দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কিছু স্ক্রিনশট, যেখানে উঠে আসে অন্য এক নারীর সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি। স্মৃতি মান্ধানার বিয়ে ‘ভাঙা’র অনুঘটক হিসেবে ওই নারীকে কাঠগড়ায় তুলছিল নেটদুনিয়া। অবশেষে মুখ খুললেন সেই মেরি ডি’কস্টা। সাফ জানিয়ে দিলেন, পলাশের সঙ্গে তার কোনো দিন দেখা হয়নি। তবে যে চ্যাটের স্ক্রিনশট ছড়িয়েছে, সেগুলো সত্য বলে স্বীকার করে নিয়েছেন। দীর্ঘ বিবৃতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেরি।
গত কয়েকদিন ধরে মেরির সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কোনোটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনোটাতে একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। খানিকটা ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলোতে। জল্পনা বাড়তেই ইনস্টাগ্রাম থেকে নিজের যাবতীয় পোস্ট সরিয়ে দেন মেরি।
পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মেরি। তিনি জানান, ‘চ্যাটের স্ক্রিনশট আমি ছড়িয়েছিলাম জুলাই মাস নাগাদ। তখন কেউ নজর করেনি, কারণ পলাশকে কেউ চিনত না। এপ্রিল-মে মাস নাগাদ পলাশের সঙ্গে আমার এই কথোপকথন হয়েছে। কিন্তু ওর সাথে আমার কোনো দিন দেখা হয়নি। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, আমি কোরিওগ্রাফার নই। আমার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পলাশকে দেখা যায়নি। যেহেতু ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই আমি সবকিছু স্পষ্টভাবে জানিয়ে দিলাম।’
মেরি আরও জানান, তিনি নিজেও স্মৃতির ভক্ত। কোনও মহিলাকে আঘাত করার কথা ভাবতেও পারেন না তিনি। কিন্তু নেটিজেনরা যেভাবে তাকে কাঠগড়ায় তুলছেন, সেই কারণেই নিজের সোশ্যাল মিডিয়া প্রাইভেট করেছেন মেরি। নিজের ছবিও সরিয়ে নিয়েছেন। অনুরোধ করেছেন, কেউ যেন তার ছবি অপব্যবহার না করেন। তবে পলাশের চরিত্র নিয়ে যেভাবে নেটদুনিয়ায় কাটাছেঁড়া চলছে, সেটায় খানিকটা সিলমোহর দিয়ে দিয়েছেন মেরি, চ্যাট স্ক্রিনশটের সত্যতা প্রকাশ করে।
প্রসঙ্গত, ভারতীয় নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতার পর থেকেই চর্চায় ছিল স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। গত রোববারই সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল দু’জনের। কিন্তু বিয়ের দিন বাঁধে গণ্ডগোল। বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে সামনে আসে আরও এক দুঃসংবাদ। বাবার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্মৃতির হবু স্বামী পলাশও। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিয়ের অনুষ্ঠানও।
এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন স্মৃতির বাবা। তবে তার পরিবারের তরফে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে আর কোনও কিছু জানানো হয়নি। পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই।
এমএসএম / এমএসএম
বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?
তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?
বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল
আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়?
ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন : জেফার
আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি
টাকা ফেরতের চাপ, আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার
এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ
চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!
দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!