ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৩:৪৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তার আগে চলমান আয়ারল্যান্ড সিরিজই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ক্রিকেট। এরপরই ক্রিকেটাররা চলতি মাসের শেষ সময়ে মাঠে নামবেন বিপিএল খেলার জন্য। আর বিপিএলের পরপরই বিশ্বকাপ, এতে টানা খেলার ক্লান্তি ভর করবে কিনা সেই শঙ্কা রয়েছে। 

যদিও পেস বোলিং কোচ শন টেইট বিশ্বকাপের আগে বিপিএলকে ইতিবাচকভাবেই দেখছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে তিনি বলেন, ‘আমি ইনজুরি নিয়ে ভাবছি না। এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে, এটা ভালো দিক। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝেই থাকবে। ব্যাপারটা ইতিবাচক। ইনজুরি যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এটা আমার হাতে নেই, ফাস্ট বোলিং কোচ হিসেবে আমি বিশ্বকাপ নিয়েই ভাবছি।’

টেইটের চোখে অবশ্য অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড সমান, ‘প্রতিপক্ষ কে এটা দেখলে হবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। হোক আয়ারল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ। ভালো খেলতেই হবে। আমরা কালও ভালো ক্রিকেট খেলারই চেষ্টা করব। আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতেই হবে।’

বিশ্বকাপ প্রস্তুতি ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের প্রসঙ্গে টেইট বলেন, ‘হ্যাঁ, প্রস্তুতি ভালো। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ আছে। সেখানে প্রস্তুতি হয়ে যাবে। বেশি জটিল করে ভাবতে চাই না, ভালো খেলে ম্যাচ জিততে চাই। আন্তর্জাতিক ম্যাচ জেতা মানেই আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়া। তাই সেরা যে কাজটা আমাদের করার আছে সেটা হলো ভালো খেলা।’

তিনি আরও বলেন, ‘গত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। আশা করি কালও জিতব। একটা বিরতিও পেয়েছে ছেলেরা। আয়ারল্যান্ড ভালো খেলেছে, তাদের ভালো খেলোয়াড় আছে। টি-টোয়েন্টিতে ওরা বেশ গোছানো একটা দল। আমরা এমন চ্যালেঞ্জই চেয়েছিলাম। পরের খেলা তো বিশ্বকাপে।’

এমএসএম / এমএসএম

‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ

বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ

টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক

অবশেষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াডে শামীম

একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

সাইফুদ্দিন ঝড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়

বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়

ফেনীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইনজুরি নিয়েও গোল করলেন, করালেন নেইমার

সৌদি আরবে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ