তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এএসআই গোলাম রসুলের মাদকবিরোধী অভিযানে অনন্য সাফল্য
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (নিঃ) মোঃ গোলাম রসুল সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানবিক পুলিশিং কার্যক্রমে তার অবদান তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার জনাব রব্বানী হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের অন্যতম সদস্য হিসেবে এএসআই গোলাম রসুল থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কারওয়ান রেলগেট ও আলকাতরা ভাসমান বস্তিতে ধারাবাহিক অভিযানে তিনি ৬২টি মাদক মামলার আসামি আব্বাস, ৪২টি মামলার আসামি আজিজসহ রেকর্ডসংখ্যক মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে গ্রেফতার করেন। ফলশ্রুতিতে ডিএমপি অপরাধ সভায় মাসিক পর্যালোচনায় বিপুল পরিমাণ মাদক উদ্ধারে শ্রেষ্ঠতম পুরস্কার অর্জন করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
বিশেষ করে পূর্ব নাখালপাড়া রেললাইন সংলগ্ন আলকাতরা ভাসমান বস্তি একসময় ছিল মাদক কেনাবেচার অন্যতম হটস্পট। নারী-পুরুষ এমনকি শিশু-কিশোররাও এই অপরাধে জড়িত ছিল। মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের উৎপত্তি ঘটত এখানে। সাধারণ মানুষের জন্য ফুটপাত দিয়ে চলাচল করাও ছিল ঝুঁকিপূর্ণ। সম্প্রতি “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২” এর অংশ হিসেবে এএসআই গোলাম রসুল এর সোর্সিং ও বুদ্ধিমত্তায় কারওয়ান বাজারসহ থানা এলাকার বিভিন্ন স্থানে তেজগাঁও শিল্পাঞ্চল থানা টিমসহ পৃথক ৫০টিরও বেশি অভিযান চালিয়ে ডিসেম্বর ২০২৫ মাসে শতাধিক মাদককারবারী গ্রেফতারে ভূমিকা রেখেছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ইয়াবা ও গাঁজা। ২২ জন মাদকাসক্তের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশে প্রসিকিউশন দাখিল করেছেন এএসআই গোলাম রসুল। গত ৫ই আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশের মনোবল যখন শূন্যের কোঠায়, তখন এএসআই গোলাম রসুল এর সাহসী পদক্ষেপে ধারাবাহিক অভিযানের ফলে থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে ওই এলাকার ফুটপাত দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে, যা জনমনে এনে দিয়েছে স্বস্তি।
আইন প্রয়োগের পাশাপাশি মানবিক উদ্যোগও প্রশংসিত হয়েছে। বৃদ্ধ, শিশু ও গৃহহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবসেবায় অবদান রেখেছেন এএসআই গোলাম রসুল। মাদকসেবন থেকে মানুষকে ফেরাতে তিনি অনেক সময় মাদক কেনার টাকায় ফলমূল, ডিম, বাদাম, জায়নামাজ ও টুপি কিনে দিয়ে সচেতন করার চেষ্টা করেছেন। তবে কারও কাছে মাদক পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হয়নি। এলাকাবাসীরা জানান, “আগে আলকাতরা বস্তিজুড়ে ছিল মাদকের স্বর্গরাজ্য। এখন পুলিশি তৎপরতায় মাদক অনেকটাই কমে গেছে। এএসআই গোলাম রসুলের সাহসী পদক্ষেপে এলাকাটি ধীরে ধীরে মাদকমুক্ত হচ্ছে।” এ বিষয়ে এএসআই গোলাম রসুল বলেন, “মানুষ কষ্টার্জিত টাকায় মরণঘাতী মাদক সেবন করে নিজেকে ও পরিবারকে ধ্বংস করছে। আমরা চাই স্থানীয়দের সহযোগিতায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে। সচেতনতা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
খোঁজ নিয়ে জানা গেছে, তার কর্মজীবনে তিনি অস্ত্র উদ্ধার, অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় কমান্ডার নাসিরসহ বহু শীর্ষ অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খুলনার রাড়ুলী ও ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে শত শত মাদক কারবারীকে আত্মসমর্পণ ও লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে ভূমিকা রাখেন। বদলির সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দিয়ে “মানবিক পুলিশ” ও “শান্তির প্রতীক” সম্মাননায় ভূষিত করেন। যেখানে অনেক ক্ষেত্রে পুলিশের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায়, সেখানে এএসআই গোলাম রসুলের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করছে। সততা ও সাহসিকতাকে পুঁজি করে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাওয়া এই “মাদকযোদ্ধা”র অবদান নিঃসন্দেহে রাষ্ট্র ও সমাজের জন্য অনুকরণীয়। তবে প্রশ্ন থেকেই যায়— মাদকের ছোবল থেকে একটি প্রজন্মকে রক্ষায় জীবনবাজি রেখে কাজ করা এএসআই মোঃ গোলাম রসুলের এই অবদানের মূল্যায়ন কি যথাযথভাবে হচ্ছে?
এমএসএম / এমএসএম
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এএসআই গোলাম রসুলের মাদকবিরোধী অভিযানে অনন্য সাফল্য
কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযান: অবৈধ মদ উৎপাদনকারী চক্র আটক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের'র শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিসিআরের গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কংগ্রেসের গভীর শোক
উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল
তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক
বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ
প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস
মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত