ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ড্যাব নিটোর শাখার শ্রদ্ধা ও দোয়া মাহফিল


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৬-১-২০২৬ বিকাল ৫:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) শাখা।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বাদ জোহর নিটোর কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ। সে সময় অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, নিটোরের পরিচালক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: এ কে এম খালেকুজ্জামান দীপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক, নিটোর; সভাপতি, ড্যাব নিটোর শাখা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মোঃ শামসুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ পারভেজ রেজা কাকন, সহ সভাপতি ড্যাব কেন্দ্রীয় কমিটি, সহ স্বাস্থ্য সম্পাদক, বিএনপি, ডা. শেখ মুহাম্মাদ আতিকুর রহমান, উপ-পরিচালক (প্রশাসন), নিটোর; সদস্য সচিব, ড্যাব নিটোর শাখা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। ডাঃ সাঈদ মাহমুদ তমাল, ক্রীড়া সম্পাদক ড্যাব কেন্দ্রীয় কমিটি,ডা.গোলাম মাহমুদ সুহাস সহ-সম্পাদক (সিএমই), ড্যাব কেন্দ্রীয় কমিটি; সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রমেক শাখা এবং সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি, নিটোর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ ওয়াকিল আহমেদ, অধ্যাপক ডাঃ তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ আসজাদুর রহমান শোভন, সহযোগী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন জনি, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ সম্রাট, ডাঃ সনেট, ডাঃ শরফুদ্দিন আশিক, সহ নিটোরের সর্বোস্তরের চিকিৎসকবৃন্দ। দোয়া-মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ড্যাব শিশু হাসপাতাল শাখার দোয়া-মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ভাসানটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবুল আটক

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্যের কমিটি ঘোষণা

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও সুইস গিয়ার উদ্ধার

জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চুড়ান্ত হয়নি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ড্যাব নিটোর শাখার শ্রদ্ধা ও দোয়া মাহফিল

কদমতলীতে নির্মাণ প্রকল্পে সন্ত্রাসী হুমকি, ফ্লাটে তালা ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায়

আবুজর গিফারী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন

ড্যাব নিটোর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত