রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে ফের শিরোপা বার্সার
রোমাঞ্চ, নাটক আর গোলের বন্যায় জমে উঠেছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। ম্যাচ যত এগিয়েছে, ততই উত্তেজনা ছড়িয়েছে দুই দল। বিশেষ করে প্রথমার্ধের যোগ করা সময়ে মাত্র কয়েক মিনিটে তিনটি গোল হয়ে পরিস্থিতি চূড়ায় পৌঁছে যায়। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল রিয়াল মাদ্রিদ, তবে তৃতীয় ধাক্কা আর সামলাতে পারেনি তারা।
শেষ পর্যন্ত দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে ৩-২ গোলে জয় পায় হান্সি ফ্লিকের দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা ঘরে তুলল কাতালানরা। গত মৌসুমের ফাইনালেও রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
গত মৌসুমে দুটি ফাইনালসহ রিয়ালের বিপক্ষে চার ম্যাচেই জিতলেও চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোয় গত অক্টোবরে লা লিগায় ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সুপার কাপের মঞ্চে সেই হারের ক্ষতও কিছুটা মুছতে পারল তারা।
সেমিফাইনালের মতো ফাইনালেও বার্সেলোনার নায়ক রাফিনিয়া। জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তার প্রথম গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ১৬ ম্যাচের গোলখরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। তবে মুহূর্তের মধ্যেই রবের্ত লেভাদোভস্কির গোলে আবার এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে গন্সালো গার্সিয়া ফের সমতা আনলেও দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার আরেক গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
ফেভারিট হিসেবে মাঠে নেমে বল দখলেও এগিয়ে ছিল বার্সেলোনা।
প্রায় ৬৮ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে তারা ১৬টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল নেয় ১২টি শট, এর মধ্যে ১০টিই লক্ষ্যে ছিল।
সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। দুই গোলদাতা ফেররান তরেস ও রুনি বার্দগিকে বেঞ্চে রেখে লামিনে ইয়ামাল ও লেভানদোভস্কিকে একাদশে ফেরান তিনি। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদকে হারানো ম্যাচ থেকে শুধু আন্টোনিও রুডিগারের জায়গায় ডিন হাউসেনকে নামান রিয়াল কোচ জাবি আলোন্সো।
ম্যাচের শুরুতে বল দখলে রাখলেও প্রথম বড় সুযোগ পায় রিয়াল। ১৪তম মিনিটে ভিনিসিয়ুস একা গোলরক্ষকের সামনে চলে গেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করেন। এরপর ধীরে ধীরে ম্যাচে ছন্দ পায় বার্সেলোনা।
৩৪তম মিনিটে রাফিনিয়া প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে নাটকীয়তা চরমে ওঠে। দ্বিতীয় মিনিটে ভিনিসিয়ুস দারুণ গোল করে সমতা ফেরান। চতুর্থ মিনিটে পেদ্রির পাসে লেভানদোভস্কির লব শটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। আর ষষ্ঠ মিনিটে গন্সালো গার্সিয়ার গোলে ফের সমতায় ফেরে রিয়াল। যোগ করা তিন মিনিট শেষ হতে সময় লাগে নয় মিনিটে!
দ্বিতীয়ার্ধেও দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ৭২তম মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে আবার এগিয়ে যায় বার্সেলোনা। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে নামলেও রিয়াল আর সমতায় ফিরতে পারেনি। যোগ করা সময়ে এমবাপ্পেকে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ং।
শেষ মুহূর্তে দুই দলই সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। ফলে নাটকীয় এক ম্যাচ শেষে শিরোপা উৎসবে মাতে বার্সেলোনা।
হান্সি ফ্লিকের কোচিংয়ে এটি বার্সেলোনার চতুর্থ ট্রফি। কোচিং ক্যারিয়ারে আটটি ফাইনাল খেলেই সবকটিতে জয় পেলেন এই জার্মান কোচ। অন্যদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। অক্টোবরের ক্লাসিকোয় জিতে লা লিগায় এগিয়ে থাকলেও এখন বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আলোন্সোর দল।
Aminur / Aminur
মুস্তাফিজকে বিশ্বকাপ দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানাল আইসিসি
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা
রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে ফের শিরোপা বার্সার
টানা দ্বিতীয় ট্রফি জিতে বয়ফ্রেন্ডকে কী ইঙ্গিত দিলেন সাবালেঙ্কা?
১১৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে চ্যাম্পিয়নদের হারাল ষষ্ঠ স্তরের দল
তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের
১৬ মিনিটের মাঝে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
চোটে পড়ে যে বার্তা দিলেন এমবাপে
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল
বিপিএল থেকে ‘বাদ’ ভারতের উপস্থাপিকা
সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি