ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ১০:৫২

লিভারপুলে মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর নামের পাশে যুক্ত হলো অস্বস্তিকর এক লজ্জার রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ শুরুর একাদশে থাকা শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার দেখেছে লিভারপুল। যা ক্লাবের ইতিহাসে ২০১২ সালের পর আর দেখা যায়নি।
দারুণ ছন্দে থাকলেও শিরোপা তো দূরের কথা আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালেই উঠতে পারেনি মিসর। টুর্নামেন্ট শেষে গত সপ্তাহে লিভারপুল শিবিরে যোগ দেন সালাহ। চ্যাম্পিয়ন লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে তার ওপর আস্থা রাখেন কোচ। কিন্তু সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুল।
এই হারের মাধ্যমে একটি বিব্রতকর রেকর্ডে ঢুকে পড়েছেন সালাহ। এর আগে ২০১২ সালে ডার্ক কুইটের সময়ে এমন রেকর্ড হয়েছিল। তখন ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত লিগে কুইট শুরু করা ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয় লিভারপুল।
সাম্প্রতিক সময়ে সালাহ শুরু করা ম্যাচগুলোতে লিভারপুল হেরেছে ক্রিস্টাল প্যালেস, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, বোর্নমাউথের বিপক্ষে।
একমাত্র জয়টি আসে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে। সেই ম্যাচেই সালাহ করেন চলতি মৌসুমে তার শেষ লিগ গোল।
২০১২ সালে কেনি ডালগ্লিশের শেষ সময়ে সেই বাজে ফর্মে লিভারপুল লিগ শেষ করেছিল অষ্টম স্থানে। মৌসুম শেষে ক্লাব ছাড়েন কুইট।
ইংলিশ প্রিমিয়ার লিহে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। এখন পর্যন্ত তারা খেলেছে মোট ২৩টি ম্যাচ। আর অর্জন করেছে ৩৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে রয়েছে লিভারপুল। এদিকে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

 

Aminur / Aminur

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে হটাল রিয়াল মাদ্রিদ

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

গ্র্যান্ড স্লামে নতুন ইতিহাস লিখলেন জোকোভিচ

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

হেলিকপ্টার থেকে মিরপুরে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা