ড্রামার স্লাই ডানবার মারা গেছেন
বিশ্বসংগীতের আকাশ থেকে ঝরে গেল এক উজ্জ্বল নক্ষত্র। জ্যামাইকান সংগীতের প্রাণপুরুষ, কিংবদন্তিতুল্য ড্রামার ও বিশ্বখ্যাত সংগীত প্রযোজক স্লাই ডানবার মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও জ্যামাইকান সংবাদপত্র ‘দ্য গ্ল্যানার’ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
স্লাই ডানবারের মৃত্যুর খবর প্রথম জানান তার স্ত্রী থেলমা। তিনি জানান, সোমবার সকালে নিজ বাড়িতে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি, তবে গত কয়েক দিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
সংগীতের ইতিহাসে স্লাই ডানবার ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার ড্রামিং শৈলী শুধু জ্যামাইকাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সংগীত ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বব মার্লে, দ্য রোলিং স্টোনস, বব ডিলান, গ্রেস জোনস এবং ইয়ান ডিউরির মতো কালজয়ী সব তারকা ও ব্যান্ডের সাথে। আধুনিক সংগীতের বিবর্তন ও ড্রামিং স্টাইলে তার প্রভাব অনস্বীকার্য।
‘স্লাই অ্যান্ড রবি’ বিশ্বসংগীতের শ্রোতাদের কাছে স্লাই ডানবার সবচেয়ে বেশি পরিচিত ছিলেন বেজিস্ট রবি শেক্সপিয়ারের সঙ্গে তার অমর জুটির কারণে। এই ‘স্লাই অ্যান্ড রবি’ জুটি পিটার তোশ ও ব্ল্যাক উহুরু থেকে শুরু করে সমকালীন পপ ও রক আইকনদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তাদের হাত ধরেই জ্যামাইকান সংগীত বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল।
জ্যামাইকার কিংস্টোনে জন্ম নেওয়া স্লাইয়ের সংগীতপ্রেম ছিল জন্মগত। শৈশবে কোনো ড্রাম কিট নয়, বরং টিন ক্যান বা টিনের কৌটা দিয়েই বাজানো শুরু করেছিলেন তিনি। কিশোর বয়সেই পরিচয় হয় রবি শেক্সপিয়ারের সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। ১৯৮০ সালে এই জুটি প্রতিষ্ঠা করেন ‘ট্যাক্সি রেকর্ডস’, যা পরবর্তী প্রজন্মের বহু সংগীতশিল্পীকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দিয়েছিল।
Aminur / Aminur
ড্রামার স্লাই ডানবার মারা গেছেন
হালের ব্যস্ততম প্লেব্যাক শিল্পী নাজমীন নাজু
‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’
১৪ ফেব্রুয়ারিতে "আজ ভালোবাসার দিন"
এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট
হেনস্তার শিকার মিমি চক্রবর্তী
‘পাগলি লুক’ ছাপিয়ে এবার চোখ ধাঁধিয়ে দিলেন কেয়া পায়েল
‘আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে’
নিজের জন্য গর্ববোধ করো : অপু বিশ্বাস
নাটকের আলোচিত জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়
পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়
থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক