ঢাকা রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২৬ রাত ৮:৩৫

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকতে অভিনেতা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, নাট্যকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন  অতিথি গ্রুপের পরিচালক নূর নবী মৃধা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাসাস এর সাবেক সভাপতি রেজাবদ্দৌলা চৌধুরী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, রবি চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ডি এ তায়েব, ইকরা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আমান, বীচ প্যারাডাইসের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, গোল্ডস্যান্ডস এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাহার, বেসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন সহ গুনীজনরা। অনুষ্ঠানে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এর পাশাপাশি ব্রান্ড প্রমোটর বারিশ হক, সঙ্গীতশিল্পী আলম আরা মিনু, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, চিত্রনায়িকা প্রিয়াংকা জামান, সঙ্গীতশিল্পী পুস্পিতা দত্ত সহ অনেক গুনীজন। মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা ইমতু রাতেশ নৃত্য, এ এইচ রাজু কবিতা আবৃত্তি করেন। সম্মাননা পেয়ে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী তার প্রতিক্রিয়া জানান "স্বীকৃতি কর্মতৎপরতা বৃদ্ধি করে " সাকলাইন এবং মোঃ হেদায়েত উল্লাহ তু্কী যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরমান / আরমান

‎খুদে শিল্পীদের কল্পনার রঙে ‘সীমানার গল্প ২০২৬’—শুরু হলো দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া

মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী 

শীতকে বিদায় জানিয়ে বোল্ড লুকে ফিরলেন সুনেরাহ!

সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সমালোচনার মুখে অভিনেত্রী ঋতাভরী

ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

হালের ব্যস্ততম প্লেব্যাক শিল্পী নাজমীন নাজু

‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

১৪ ফেব্রুয়ারিতে "আজ ভালোবাসার দিন"

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট