ঢাকা রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ১১:৯

তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকে অনেক চড়াই-উতরাই। সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন অভিজ্ঞতার কথা সোজাসাপ্টা জানালেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার ঝুলি খুলেছেন তিনি। 
পডকাস্টে নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করেন। তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামেই পরিচিত।
জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন আর কে পর।’
দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। পডকাস্টে ফারিয়া জানান, সেই দর্শনে তিনি আজও অটল।
এছাড়া পডকাস্টের এই আড্ডায় প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের এই নবম পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। ১০০ মিনিট ব্যাপ্তির বিশেষ এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

 

Aminur / Aminur

‎খুদে শিল্পীদের কল্পনার রঙে ‘সীমানার গল্প ২০২৬’—শুরু হলো দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া

মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী 

শীতকে বিদায় জানিয়ে বোল্ড লুকে ফিরলেন সুনেরাহ!

সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সমালোচনার মুখে অভিনেত্রী ঋতাভরী

ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

হালের ব্যস্ততম প্লেব্যাক শিল্পী নাজমীন নাজু

‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

১৪ ফেব্রুয়ারিতে "আজ ভালোবাসার দিন"

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট