ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের জন্য সিডিসির সুখবর


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১:৫৫

করোনাভাইরাসের টিকার দুই ডোজ যারা নিয়েছেন তাদের জন্য বেশ কিছু সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। যুক্তরাষ্ট্রের এই রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, করোনা টিকার দু’টি ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা মাস্ক না পরে অথবা সামাজিক দূরত্ব বিধি না মেনেই পুনরায় কর্মে যোগ দিতে পারবেন। এছাড়া গুরুতর উপসর্গ দেখা না দেওয়া পর্যন্ত করোনা পরীক্ষারও প্রয়োজন নেই।

সম্প্রতি সিডিসির করোনাভাইরাস মহামারিতে টিকার ডোজ সম্পন্নকারীদের জন্য অন্তর্বর্তীকালীন জনস্বাস্থ্য হালনাগাদ বিধি-নিষেধে এসব তথ্য জানানো হয়েছে।

টিকার দুই ডোজ নিলে যা করতে পারবেন

• মাস্ক পরা ছাড়াই অথবা সামাজিক দূরত্ব বিধি না মেনে কর্মে পুনরায় ফিরতে পারবেন। তবে স্থানীয় ব্যবসায়িক ও কর্মক্ষেত্রের নিয়ম-কানুন-সহ ফেডারেল সরকার, স্থানীয়, গোত্রীয় অথবা আঞ্চলিক আইন, বিধি-বিধান এবং নীতিমালা মেনে চলতে হবে

• অভ্যন্তরীণ ভ্রমণ পুনরায় শুরু করতে পারবেন। ভ্রমণের আগে-পরে অথবা ভ্রমণের পর স্বেচ্ছা কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা থেকে বিরত থাকুন

আন্তর্জাতিক ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ছাড়ার আগে পরীক্ষা করানোর দরকার নেই। এমনকি যুক্তরাষ্ট্রে ফেরার পর স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকারও প্রয়োজন নেই
• করোনার অ্যাসিম্পটোমেটিক ব্যক্তিদের সংস্পর্শে এলেও পরীক্ষা করাতে হবে না

• অ্যাসিম্পটোমেটিক কারও সংস্পর্শে এলেও কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা নেই

• সম্ভব হলে নিয়মিত স্ক্রিনিং টেস্ট থেকে বিরত থাকুন

দুই ডোজ সম্পন্নকারীরা আরও যা করতে পারবেন

• কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা যেতে পারে

সিডিসি বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলো কোভিড-১৯ এর ‌‘উপসর্গজনিত’ এবং ‘গুরুতর অসুস্থতা’ থেকে সুরক্ষায় অত্যন্ত কার্যকর। এছাড়া যারা দুই ডোজ সম্পন্ন করেছেন তাদের অ্যাসিম্পটোমেটিক সংক্রমণ অথবা সার্স-কোভ-২ ভাইরাস অন্যদের মাঝে ছড়ানোর ঝুঁকি কম।

তবে করোনাভাইরাসের উদ্ভূত ভিন্ন ভিন্ন প্রজাতির বিরুদ্ধে ভ্যাকসিনের সুরক্ষা কতদিন স্থায়ী হয় অথবা কতটা সুরক্ষা দেয়; সে বিষয়ে এখনও গবেষণা চলমান রয়েছে। 

• যারা দুই ডোজ টিকা নিয়েছেন; ঘরোয়া এবং বাইরের কর্মকাণ্ডে তাদের করোনা সংক্রমণের ঝুঁকি সর্বনিম্ন

• টিকা না নেওয়া ব্যক্তিদের দেহে দুই ডোজ নেওয়া ব্যক্তিদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি কম

• টিকার ডোজ সম্পন্ন হওয়ার পর উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করাতে হবে 
• দুই ডোজ নেওয়ার পরও যদি করোনার উপসর্গ দেখা দেয় এবং পরীক্ষায় পজিটিভ ফল আসে; তাহলে সীমিত অথবা বৃহৎ আয়োজনের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না

• দুই ডোজ সম্পন্ন করার পর সংশোধনাগার অথবা গৃহহীনদের আশ্রয় কেন্দ্রে গেলে সেখানে মাস্ক পরতে হবে। টিকা যারা নেননি তাদের এখনও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার পরামর্শ দিচ্ছে সিডিসি
  
ভ্রমণ নিয়ে যা বলছে সিডিসি

• টিকার দুই ডোজ সম্পন্নকারী পর্যটকদের করোনা সংক্রমিত হওয়ার অথবা তাদের মাধ্যমে সংক্রমণ বিস্তারের ঝুঁকি কম। যুক্তরাষ্ট্রের ভেতরে তারা এখন থেকে ভ্রমণ করতে পারবেন

• আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্যস্থলের পরিস্থিতির দিকে গভীর মনযোগ দিতে হবে। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের বাড়-বাড়ন্ত এবং নতুন নতুন প্রজাতির উত্থানের কারণে ভ্রমণ শুরুর আগে সেখানকার পরিস্থিতি জেনে নিতে হবে

• সব পর্যটককে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অথবা বহির্বিশ্বে ভ্রমণের সময় বিমান, বাস, ট্রেন অথবা অন্যান্য গণপরিবহনে মাস্ক পরতে হবে

• সিডিসির করোনা প্রতিরোধ ব্যবস্থা সব ধরনের পর্যটকের জন্য প্রযোজ্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য একই ধরনের পরামর্শ দিয়েছে সিডিসি

• দুই ডোজ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অথবা বাইরে ভ্রমণের ক্ষেত্রে সার্স-কোভ-২ পরীক্ষার দরকার নেই। তবে স্থানীয়, রাজ্য অথবা আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা থাকলে অবশ্যই পরীক্ষা করতে হবে
• দুই ডোজ নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ভ্রমণের সময় স্বেচ্ছা কোয়ারেন্টাইনের দরকার নেই

আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে সিডিসির পরামর্শ

• টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণে যেতে চাইলে করোনা পরীক্ষার দরকার নেই। তবে গন্তব্যস্থল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার নির্দেশ দিলে তা মানতে হবে

• বিমানে যারা যুক্তরাষ্ট্রে যাবেন তারা মার্কিন অথবা অন্যান্য দেশের নাগরিক হলেও বিমানবন্দরে করোনার নেগেটিভ সার্টিফিকেট অথবা করোনা থেকে সুস্থ হয়ে ওঠার নথিপত্র দেখাতে হবে

সূত্র: সিডিসি ডট গভ।

এমএসএম / এমএসএম

তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে একজনের মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮

জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা, ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা : ভারতের ৩ রাজ্যে সতর্কতা

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা : ভারতের ৩ রাজ্যে সতর্কতা

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

দক্ষিণ চীন সাগরে হঠাৎ মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড রেডসি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অ্ংশগ্রহণ করতে বাংলাদেশকে আমন্ত্রণ

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়

জাতিসংঘ এখন কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা

শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি