ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

উরুগুয়েকে ৪ গোল দিয়ে জয়ে ফিরলো ব্রাজিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ১১:৫৯

উরুগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত করল দলটি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে নিজেদের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলে ব্রাজিল। আগের ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করায় সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল খেলোয়াড়দের। কিন্তু এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছে ব্রাজিলীয়রা।

ব্রাজিল এ নিয়ে ১১ টি ম্যাচ খেলে দশটিতেই জিতল। তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। ব্রাজিলের খেলা বাকি আছে আরও সাতটি।

এদিন ম্যাচে রাফিনহা করেছেন জোড়া গোল। এছাড়া ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন নেইমার এবং গ্যাব্রিয়েল বারবোসা। বারবোসার করা শেষ গোলটি রেফারি ভিএআর দেখে নিশ্চিত করেন। যদিও প্রথমে অফসাইড এর বাঁশি বাজিয়ে তিনি গোলটি বাতিল করে দিয়েছিলেন।

নেইমার ১০ মিনিটের মাথায় করেন প্রথম গোল। রাফিনহা ১৮ মিনিটে ব্যবধান দিগুণ করেন। ৫৮ মিনিটে তিনি কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান করেন ৩-০। সুয়ারেজ ৭৭ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ এ আনেন। কিন্তু খেলার সাত মিনিট বাকি থাকতে বারবোসা গোল করলে ব্রাজিলের বড় জয় নিশ্চিত হয়।

ব্রাজিলের খেলায় যেমন গতি ছিল তেমন ছিল ছন্দ। আক্রমণভাগের খেলোয়াড়রা প্রয়োজনে রক্ষণ কাজে সহায়তা করেছেন। সব মিলিয়ে ব্রাজিলিয়ান কোচ টিটের জন্য একটি স্বস্তির ম্যাচ।

এদিন ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড়দের সাথে আক্রমণভাগের খেলোয়াড়দের সমন্বয় ছিল চমৎকার। যে কারণে তারা আক্রমণে গেলেই গোলের সুযোগ সৃষ্টি করতে সমর্থ হয়। উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা দুরন্ত ভাবে ব্রাজিলের বেশ কয়েকটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন।

তা না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো স্বাগতিক ব্রাজিল। উরুগুয়ের একমাত্র গোলটি পরিশোধ করেন লুইস সুয়ারেজ। পেনাল্টি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিকে তিনি পরাস্ত করেন গোলরক্ষক এডারসনকে।

প্রীতি / প্রীতি

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!