ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সাফ চ্যাম্পিয়নশিপ

মেসিকে ছুঁলেন ছেত্রী, সাফ জিতল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১১:৫৪

শেষবার সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এবার সেই মালদ্বীপকে হারিয়েই নড়বড়ে টেবিল থেকে শিরোপার লড়াইয়ে ওঠে সুনীল ছেত্রীরা। ফাইনালে নেপালকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে অষ্টম বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন ইগর স্টিমাচের দল।

শনিবার শিরোপার লড়াইয়ে মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী, সুরেশ সিং ও সাহাল আব্দুল সামাদ। বৃষ্টিভেজা মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকে ভারত। পাশাপাশি আক্রমণও চালিয়েছে বেশ। প্রথমার্ধে নেপালের রক্ষণভাগ ভেদ না করতে পারলেও বিরতির পর তিনবার বল জালে পাঠায় ব্লু নীলরা।

৬৫ শতাংশ বল দখলে রেখে ভারত শট নিয়েছে ১৯টি তার মাঝে লক্ষ্যে ছিল ৮টি। বিপরীতে ৭টি শটের মাত্র একটি লক্ষ্যে ছিল নেপালের।

প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার খুব কাছে থাকলেও শেষ পর্যন্ত ভারতের আক্রমণে সেটা করতে পারেনি হিমালয়ের দেশটি। তবে শুরুর দিকে দুদলের আক্রমণ পাল্টা আক্রমণে বেশ কিছু সুযোগ তৈরি হলেও জালের দেখা পায়নি কোনো দল। ৪৪ মিনিটে প্রীতম কোটালের ক্রসে ছেত্রী লক্ষ্যে শট রাখতে পারেননি। বল চলে যায় ক্রস বারের ওপর দিয়ে।

গোল শূন্য বিরতির পর দুই মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভারতের অধিনায়ক। পরে দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন সুরেশ সিং। ৪৯ মিনিটে প্রীতম কোটালের ক্রস থেকে হেডে গোল করেন ছেত্রী। তাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮০তম গোল করে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেন ভারতের অধিনায়ক।

৫০ মিনিটে সুরেশ সিংয়ের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে ভারত। ইয়াসিরের ক্রসে পা ছুঁয়ে নেপালের জালে বল জড়িয়ে দেন সুরেশ। ৮৬ মিনিটে বদলি নামেন সাহাল আব্দুল সামাদ। ৯০ মিনিটে তিনি গোল করে ভারতকে ৩-০ এগিয়ে দেন। তাতেই আরো পোক্ত হয় ভারতের শিরোপা জয়।

সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। রানার্সআপ হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে। এবার নেপালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলেন সুনিল ছেত্রিরা।

প্রীতি / প্রীতি

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!