সিগারেট-বিড়ি-গুল-জর্দার দাম অপরিবর্তিত থাকায় হতাশ মা সংসদ ও নাগরিক কমিটি
সোমবার ভোলায় মা সংসদ ও নাগরিক কমিটি যৌথ উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় মা সংসদ ও নাগরিক কমিটির সদস্যরা নিম্নস্তরের তামাক কর না বাড়ায় হতাশা ব্যাক্ত করেন ।
আলোচনায় নাগরিক কমিটির সহ সভাপতি প্রফেসর রুহুল আমীন জাহাঙ্গির বলেন, সিগারেট, বিড়ি ও গুল জর্দার দাম অপরিবর্তিত থাকায় কিশোর তরুন এবং গরিব সমাজে আসঙ্কাজনক হারে তামাকপণ্যের ব্যাবহার বেড়ে যাবে। এতে করে দরিদ্র পরিবারগুলো আরো দরিদ্রসীমার নিচে চলে যাবে।
মা সংসদ এর সদস্য বিলকিস জাহান মুন বলেন, সরকার তামাকের দাম না বাড়ানোতে আমাদের স্বামী এবং সন্তানেরা আরো বেশি তামাক সেবনে উৎসাহিত হবে। আমাদের পরিবারের আয়ের বড় একটা অংশ তামাক কিনতে খরচ করে ফেলেবে। তাই আমাদের জোর দাবি সরকার তামাক পণ্যের কর পুর্নবিবেচনা করে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। এতে করে আমাদের সন্তানেরা ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
উল্ল্যেখ্য, প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম ও শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। উচ্চ এবং প্রিমিয়াম স্তরে ১০ শলাকা সিগারেটের দাম যথাক্রমে ৫ টাকা (৫.২%) এবং ৭ টাকা (৫.৫%) বৃদ্ধি করে ১০২ টাকা এবং ১৩৫ টাকা প্রস্তাব করা হয়েছে এবং উভয় স্তরেই ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা হয়েছে। এর ফলে উচ্চ এবং প্রিমিয়াম স্তরে শলাকাপ্রতি সিগারেটের দাম বাড়বে যথাক্রমে ৫০ পয়সা ও ৭০ পয়সা, যা মাথাপিছু আয় বৃদ্ধির তুলনায় অতি নগণ্য। । তামাকবিরোধীদের দাবি অনুযায়ী মূল্য স্তরভিত্তিক সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ না করায় সরকার অতিরিক্ত ৩ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। তামাক কোম্পানিগুলোর আয় বাড়বে এবং তারা তামাকপণ্য বিক্রিতে আরো উৎসাহিত হবে, যা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক।
সাদিক পলাশ / সাদিক পলাশ
সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার
টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর
জেদ্দায় উদ্বোধন হলো 'মেইড ইন বাংলাদেশ' একক এক্সপো- ২০২৫
আমদানির পরও পেঁয়াজে স্বস্তি নেই, নাগালে নতুন আলু
আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ সফলভাবে সম্পন্ন
এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা
এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০
ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন
নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা
Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড