ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

অবসর নেননি, আরেকটি ম্যাচ খেলতে চান গেইল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১১:২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে শেষ ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্রিস গেইল এই ম্যাচে ৯ বলে করেন ১৫ রান। আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার সময় ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়ান গেইল। 

অনেকেই হয়তো ভেবেছেন অবসরে যাচ্ছেন ৪২ বছর বয়সী এই তারকা। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অবসরে না গেলেও বিশ্বকাপে এটিই শেষ ম্যাচ। তবে দেশের জার্সিতে আরও একটি ম্যাচ খেলতে চান ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ব্যাটসম্যান।

ম্যাচশেষে আইসিসির এক ফেসবুক লাইভে তিনি বলেছেন, ‘অভূতপূর্ব ক্যারিয়ার ছিল। আমি অবসরের ঘোষণা দেইনি, কিন্তু যদি আমাকে জামাইকায় ঘরের দর্শকদের সামনে একটা ম্যাচ খেলতে দেওয়া হয়। যেন তাদের বলতে পারি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।’

তাহলে অস্ট্রেলিয়া ম্যাচের পর কেন এমন করলেন গেইল? তিনি বলছেন, দর্শকদের সঙ্গে মজা করেই। সবসময় তাদের আনন্দ দিতেই খেলেন গেইল। তাদের মজা দিতে না পারলে কষ্ট পান বলেও জানিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সবসময় আন্দের ব্যাপারও বলছেন গেইল।

তিনি বলেছেন, ‘দেখা যাক কী হয়। যদি না হয়, তাহলে আমি ঘোষণা দেবো। ব্রাভোর সঙ্গে যোগ দেবো আর বলব তোমাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু এখনই এটা বলতে পারছি না। আমি আজকে কেবল মজা করেছি। যা ঘটেছিল তা একপাশে সরিয়ে রাখুন। আমি শুধু স্ট্যান্ডে সমর্থকদের সাথে আলাপচারিতা করছিলাম এবং কিছু মজা করছিলাম কারণ এটা আমার বিশ্বকাপের শেষ ম্যাচ হতে চলেছে।’

গেইল আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সবসময়ই আনন্দের ব্যাপার। আমি ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে প্যাশনেট। এটা খুবই কষ্ট দেয় যখন আমরা ম্যাচ হেরে যাই এবং ফলটা পাই না। আর ভক্তরা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ আমি তাদের বিনোদন দেই। যখন সেটা পারি না আমাকে অনেক কষ্ট দেয়।’

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি