ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দেশে স্মার্টফোন সার্ভিসে অপার সম্ভাবনা দেখছেন আকিবুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২১ বিকাল ৫:৫০

বাংলাদেশে স্মার্ট মোবাইল সার্ভিস বিপ্লবে এক গুরুত্বপূন্য ভূমিকা রাখছে গোপালগঞ্জের ছেলে আকিবুল ইসলামের সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আইফিক্সস ফাস্ট। বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি৷ এরমধ্যে স্মার্টফোন গ্রাহক ১২ কোটিরও বেশি৷ এ পর্যায়ে এসে মোবাইল ফোন গ্রাহক বাড়ায় প্রবৃ্দ্ধিতে ধীরগতি লক্ষ্য করা গেলেও তা ল্যান্ড ফোনের চেয়ে অনেক বেশি৷

বাংলাদেশে স্মার্টফোন এখন শুধু প্রত্যন্ত এলাকায় পৌঁছায়নি, এর ব্যবহারকারী এখন সব শ্রেণির মানুষ৷ উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবার হাতে স্মার্টফোন ব্যবহার এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়ালেও কিন্তু এখন স্মার্ট মোবাইল ফোন ফ্যাশন নয়, প্রয়োজন৷

টেলি কমিউনিকেশন বিশেষজ্ঞ এবং অ্যাসোসিয়েশন অফ মোবাইল ফোন অপারেটর্স ইন বাংলাদেশের সাবেক মহাসচিব আবু সাঈদ খান বলেন, আমরা শহরের মানুষরা গ্রামের সাধারণ মানুষকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে হয়তো নাক সিটকাতে পারি৷ কারণ, আমাদের ভাবনাটাই ওই রকম৷ কিন্তু গ্রামের কৃষক এর প্রয়োজনীয়তা বুঝে গেছে৷ সে এখন জানে, যোগাযোগের এই বহনযোগ্য ডিভাইসে তার কী উপকার। তাইতো প্রতিবার নতুন মোবাইল কেনা সম্ভব নয় বলে মোবাইল সার্ভিসে গুরুত্বটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মোবাইল সার্ভিসে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে আকিবুল ইসলামের আইফিক্সস ফাস্ট ।

গত পাঁচ বছরে বাংলাদেশের স্মার্টফোন বাজারে বেশ কিছু মৌলিক পরিবর্তন এসেছে। ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি এবং দেশে ফোরজি চালুর কারণে স্মার্টফোন শিল্পের দ্রুত বিকাশ ঘটছে দামী ফোন গুলোর যেমন চাহিদা রয়েছে তেমনি চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসের।তেমনি স্মার্ট মোবাইল সার্ভিসের উপর গুরুত্ব দিয়েছেন আকিবুল ইসলাম আরিয়ান ।চীন থেকে মোবাইল সার্ভিসিং এর সরন্জাম  আমদানির মাধ্যমে মোবাইল ফোন সার্ভিসের ব্যবসায় আসেন আকিবুল ইসলাম।উন্নত বিশ্বের সকল নামী দামী (আইফোন,ব্লাকবেরী, স্যামসাং হুয়াই,শাওমি)ফোন দক্ষ ইন্জিনিয়ার না থাকার কারনে নষ্ট হয়ে গেলে ব্যবহার অযোগ্য হয়ে যেতো,যাতে করে দেশের অর্থনৈতিক অবস্থার ও অবনতি ঘটতো ।তাই উন্নত ব্যান্ডের মোবাইল ফোন সার্ভিসের জন্য চায়না থেকে মোবাইলের টার্স ডিসপ্লে খোলা, বড় জটিল সমস্যা সমাধান করার জন্য কয়েকটি চীনা ব্র্যান্ডের মেশিনারিজ এনে নিজে স্বল্প খরচে মোতালিব প্লাজা মোবাইল সার্ভিসিং এর কাজ শুরু করেন।
 
আকিবুল ইসলামের আইফিক্সস ফাস্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান।দেশে মোবাইল ফোন শিল্পে বড় সম্ভাবনা আছে বলে মনে করেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। তাঁর মতে, বিশ্ববাজারে সাশ্রয়ী দামে মোবাইল সার্ভিস করে সুনাম কুড়ানো যায়।বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে রপ্তানি বাজারেও ভালো কিছু করার সম্ভাবনা আছে বলে প্রতিনিয়ত এই অফার সম্ভবনার পথে হাঁটছেন আকিবুল ইসলাম।তিনি বিশ্বাস করেন স্বল্প পুঁজিতে অধিক মুনাফা আয় করা সম্ভব, যদি সে কর্মঠ হয়।

এমএসএম / জামান

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-কক্সবাজার- ফ্রি এয়ার টিকেট জেতার সুযোগ দিল পিপলএনটেক