ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ১:৫৬

সাইবার জগতে নতুন করে আলোচিত অপরাধ এখন স্ক্রিন মিরর প্রতারণা। সবাই তো প্রতিদিন আয়না ব্যবহার করি। কিন্তু সেই আয়না থেকে যদি হয় আয়নাবাজি! কী অবাক হয়েছেন। ঘটনা কিন্তু একেবারে সত্যি। নিমেষে সেই আয়না যে কারও অর্থ হাতিয়ে নেওয়া ছাড়াও করতে পারে ডিজিটাল ক্ষতি। স্ক্রিন মিরর বিষয়টি অনেকটা এমনই।

সবাই এখন তাৎক্ষণিক যোগাযোগ বা তথ্য বিনিময়ে সবচেয়ে বেশি নির্ভর করে কয়েকটি বিশেষ অ্যাপের ওপর। যার মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। নতুন ধারার এমন প্রতারণার কৌশলকে সাইবার বিশেষজ্ঞরা বলছেন স্ক্রিন মিররিং ফ্রড। অর্থাৎ হোয়াটসঅ্যাপের স্ক্রিন অনেকটা আয়নার মতো দূর থেকে পড়ে ফেলতে পারবে সাইবার প্রতারক। আর সে সুযোগে আক্রান্তের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিতে পারে বড় অঙ্কের অর্থ। শুধু তাই নয়; ল্যাপটপ, পিসি বা স্মার্ট ডিভাইস থেকে গোপন তথ্য চুরি করে নিয়ে টার্গেট হতে পারে ব্ল্যাকমেইলের শিকার।

এমএসএম / এমএসএম