নতুন করে এবার অ্যাপ ঝুঁকি বাড়ছে
ঝুঁকি এড়াতে এবার আগাম সতর্ক করেছে কয়েকটি সাইবার সংস্থা। এ নিয়ে সারাবিশ্বে আলোচনাও চলছে ঢের। প্রধানত গ্রোক টুলস বিতর্কের কারণেই এমন শঙ্কার আভাস দিয়েছে অ্যাপ নির্মাতারা।
অনলাইন সহিংসতার শিকার ৬৪ শতাংশই নারী, যা চলতি বছর আরও বাড়ার শঙ্কা রয়েছে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। বছরের ব্যবধানে বহু ধরনের সাইবার অপরাধের মাত্রা ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রকাশিত রিপোর্ট বলছে, প্রতিহিংসাবশত অনলাইনে ব্যক্তি-তথ্য ছড়ানো হয়।
সামাজিক মাধ্যমে নিজেদের বিনিময় করা ব্যক্তিগত ছবি পরে প্রতারণার জন্য ব্যবহৃত হয়, যা পরবর্তী সময়ে ভাইরাল তকমা পায়। সাধারণ গ্রাহকরা প্রতিনিয়তই এমন ব্যক্তিগত ইস্যুতে সাইবার ঝুঁকির শঙ্কায় ভুগছেন। নারী ছাড়াও সবার জন্য নিরাপদ অনলাইন স্পেস তৈরি করা এখন গ্রাহক ও অ্যাপ কর্তৃপক্ষ– সবার জন্যই জরুরি।
টাইম মেশিন ফিচার দিয়ে গ্রাহক যে কোনো সময় চ্যাট হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচার ব্যবহার করে অপরিচিত বা অনাকাঙ্ক্ষিতদের দূরে রেখে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। সিমকার্ড বাইন্ডিং ফিচার দিয়ে শুধু একটি সিম ও ডিভাইসে একটি অ্যাকাউন্টের অ্যাকসেস পাওয়া যাবে। এতে বাড়তি সুরক্ষা নিশ্চিত হবে।
সব গ্রাহকের জন্য নিরাপদ অনলাইন স্পেস ও নিরাপত্তা নিশ্চিতে ইমো তৈরি করেছে ব্লক স্ক্রিনশটস ফর কলস। এই অ্যাপ চালানোর সময় আগেই ফিচারটি চালু করা হলে হয়তো প্রকাশিত অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই এড়ানো সম্ভব। এই প্ল্যাটফর্মে ভিডিও কলে কথা বলার সময় ফিচারটি সাইবার অপরাধী স্ক্রিনশট নেওয়া থেকে সুরক্ষা দেবে। নারীর ব্যক্তিগত গোপনীয়তায় সুরক্ষা দেবে। এ ধরনের চেষ্টা করা মাত্রই স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে
বন্ধ হয়ে যাবে। অন্যদিকে, কেউ ভয়েস মেসেজ রেকর্ড করতে চাইলে নোটিফিকেশন অ্যালার্ট দেওয়া হবে। চলতি বছরে সতর্ক থাকার প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ ও অনলাইন স্পেস ব্যবহারে আগের তুলনায় সচেতনতা বাড়াতে হবে। ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ ও সাইবার ঝুঁকির বিষয়টি এখন প্রধান সংকট।
Aminur / Aminur
যেসব দিকে নজর রাখলে ফোন টিকবে বছরের পর বছর
নতুন করে এবার অ্যাপ ঝুঁকি বাড়ছে
একই দামে তিন গুণ দ্রুত গতির ইন্টারনেট
কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনার বাংলাদেশ ও প্রতারণার অদৃশ্য ঝুঁকি
ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
বিশ্বের সবচেয়ে স্লিম ফাইভজি ফোন এখন বাংলাদেশে
বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে
স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে
গুগল ক্রোম বিক্রি করতে হবে না!
সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে