করোনা টেস্ট করে ৪৯ দিনে আমিরাত গেলেন লক্ষাধিক যাত্রী

সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনার নমুনা পরীক্ষা করাতে হচ্ছে। এ জন্য হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানের ল্যাব। এসব আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ও অনুমোদনক্রমে গত ২৯ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে আমিরাতগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।
বুধবার (১৭ নভেম্বর) পর্যন্ত অর্থাৎ ৪৯ দিনে মোট ১ লাখ ৮ হাজার ৮৭৪ জন আমিরাতগামী যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০ জন যাত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি ১ লাখ ৮ হাজার ৮২৪ জন যাত্রী আমিরাত গেছেন। আমিরাতগামী যাত্রীদের অধিকাংশই প্রবাসী শ্রমিক।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে আমিরাতগামী ২ হাজার ২৭৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে ২ হাজার ২৭৬ জন আমিরাতে যান।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, প্রথম দিকে প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে যাত্রীদের নমুনা পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটে। বর্তমানে নমুনা পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। কাজের সুবিধার্থে বিমানবন্দরের দোতলায় স্থায়ী অবকাঠামো নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে নমুনা পরীক্ষার জন্য যাত্রীদের বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার প্রয়োজন হবে না। বাইরে নির্মিত শেডে যাত্রীরা এসে করোনার নমুনা দেবেন। সেখানেই তারা অপেক্ষা করবেন। করোনার রিপোর্ট পাওয়ার পর নেগেটিভ হলে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবেন। পজিটিভ হলে বাসায় ফিরে যাবেন। ফলে বিমানবন্দরের ভেতরে নমুনা দিয়ে যাত্রীদের অপেক্ষা করতে হবে না। ভিড়ও কমবে।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরেও আমিরাতগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব চালুর চিন্তা-ভাবনা চলছে। গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে সম্ভাব্যতা যাচাই করেছেন। সেখানে যাত্রী সংখ্যা কম এবং বিমানবন্দর শহর থেকে কিছুটা দূরে হওয়ায় ল্যাব স্থাপনে অনেক প্রতিষ্ঠান রাজি হচ্ছে না।
জামান / জামান

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল : আলী রীয়াজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

‘অসুরের মুখে দাড়ি’ চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট-এর দোসরদের মদদ রয়েছে

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু
