ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এক তেলেই চুলের সব সমস্যার সমাধান


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ১:১

আঠালো ক্যাস্টর অয়েল ব্যবহার বেশ ঝক্কির হলেও এতে এমন সব পুষ্টিগুণ আছে যা চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল। এতে থাকা ভিটামিন ই, প্রোটিন ও মিনারেল চুলের প্রায় সব সমস্যার চমৎকার সমাধান করতে সক্ষম।

ক্যাস্টর অয়েল কেন ব্যবহার করবেন?

চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে এই তেল। নতুন চুল গজাতে সক্ষম এটি। ফলে চুল ঘন হয়। চুল প্রাকৃতিকভাবে ঝলমলে ও মসৃণ করতে জুড়ি নেই ক্যাস্টর অয়েলের। চুলের আগা ফাটা রোধ করে।

ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের চুলকানি দূর করতে পারে। খুশকির সমস্যা দূর করতে অপ্রতিরোধ্য এটি। মাথার ত্বকের রক্ত সঞ্চালন দ্রুত করে। ফলে চুল তাড়াতাড়ি লম্বা হয়।

কীভাবে ব্যবহার করবেন?  

ক্যাস্টর অয়েলের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েলের মিশ্রণ গরম করে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে নিন। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জোজোবা অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের আগায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুলের আগা ফাটবে না। রেগুলার হেয়ার কন্ডিসনারের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। ঝলমলে হবে চুল। ক্যাস্টর অয়েল গরম করে চুলে ম্যাসাজ করুন। রুক্ষতা দূর হবে।   

জামান / জামান