ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বিসিবির চাকরি ছেড়ে দিলেন ফিজিও জুলিয়ান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ২:৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের আভাস মিলছে অনেক দিন ধরেই। ইতোমধ্যেই ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবার দায়িত্ব ছাড়ছেন ফিজিও জুলিয়ান ক্যালফাতোও। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুলিয়ান। সেখানে বাংলাদেশে দায়িত্বে থাকা নিয়ে বেশ আবেগী বার্তাই দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। বলেছেন জৈব সুরক্ষা বলয়ে থেকে হাঁপিয়ে ওঠার কথা। নিজের প্রিয় মুহূর্তগুলোর কথাও শুনিয়েছেন জুলিয়ান।

তিনি বলেছেন, ‘আমার ইনিংসটি সমাপ্ত হলো (এখনকার জন্য)। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি আর সেটা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই মহামারী চলাকালীন আন্তর্জাতিক ভ্রমণকারী ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়া, আমাদের দলের সঙ্গী এবং খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ জৈব সুরক্ষা বলয়ের জীবন। কোয়ারেন্টাইন ও ভ্রমণের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া অবশ্যই একটি চ্যালেঞ্জ ছিল।’

‘আমার নাক এখনো ব্যথা করছে গত ১৮ মাসে করা ১০০ এর বেশি করোনা টেস্ট করানোর পর। তবুও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত শিক্ষা ও স্থিতিশীলতা শিখেছি। তাই বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। এই যাত্রায় আমার দলের সঙ্গীদের সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

জুলিয়ান আরও বলেন, ‘আমার জন্য ক্রিকেটের কিছু হাইলাইট আছে। ভারতে দিবা-রাত্রির টেস্ট গোলাপি বলে, সেটাও গ্যালারিভর্তি দর্শকের সামনে। দর্শকদের অবিরত চিৎকার এখনও আমার মাথায় ঘোরে। অবশ্যই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ইতিহাসে প্রথমবার, এটাও গর্বের।’

২০১৯ সালে বাংলাদেশের ফিজিওর দায়িত্ব নেন তিনি। 

এমএসএম / এমএসএম

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে