ঢাকা বৃহষ্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মুশফিক ও লিটনের ব্যাটে লড়াইয়ে ফিরছে বাংলাদেশ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ২:৫০
শুরুতে চার উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে বাংলাদেশ দল। সেই চাপ কাটিয়ে মুশফিক ও লিটন দাসের ব্যাটিংয়ে লড়াই করছে বাংলাদেশ।ইতোমধ্যে এই দুই ব্যাটসম্যানই অর্ধশত রান করেছেন।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭১ রান । 
 
ব্যর্থ হলেন মুমিনুল ও শান্ত: সকালের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। সেই চাপ কাটিয়ে উঠার চেষ্টা করতে থাকেন শান্ত ও মুমিনুল। কিন্তু তারাও সাইফ ও সাদমানের মত ব্যর্থ হয়ে মাঠ ছাড়ে। সাজিদ খানের বলে উইকেটকিপারের হাতে বল তুলে দেন মুমিনুল। তাঁর পরের ওভারে ফাহিম আশরাফের বলে সাজিদ খানের কাছে ক্যাচ আউট হন শান্ত। ব্যাট হাতে শান্ত ১৪ ও মুমিনুল ৬ রান করেন।  
 
সাদমা ও সাইফের বিদায়:দলীয় ১৯ রানের মাথায় সাইফ হাসান সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন নাজমুল হাসান শান্ত।শান্তকে সাথে নিয়ে নতুন জুটি গড়ার লক্ষে ব্যাটিং শুরু করেন সাদমান।কিন্তু এই জুটি দীর্ঘ করতে ব্যর্থ হন সাদমান। হাসান আলীর বলে এলবিডব্লিউ আউটের শিকার হন। ব্যাট হাতে সাদমান ১৪ রান করেন। অন্যদিকে সাইফও ১৪ রান করেন। 
 
রাব্বির অভিষেক:অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো ইয়াসির আলী রাব্বির।বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তাঁর।অভিষেক টেস্ট ক্যাপ পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে।
 
এর আগে পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা।এই ম্যাচ দিয়ে  বাংলাদেশের শুরু হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা।  
 
বাংলাদেশ: সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সাইফ হাসান।
 
পাকিস্তান: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

যে কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া

আইসিসির মাসসেরা ক্রিকেটার গিল

অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি

অবসর জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদেজার

পন্টিং-স্টিভ ওয়াহকে সরিয়ে সর্বকালের সেরা অধিনায়কের আসনে রোহিত

এখনই অবসর নিচ্ছেন না রোহিত

ইতিহাসের তৃতীয় দল হিসেবে যে কীর্তি গড়ল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল ভারত

ভারতের তৃতীয় নাকি ২৫ বছরের আক্ষেপ ঘোচাবে নিউজিল্যান্ড

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড

ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

ওয়ানডে খুব বাজে ফরম্যাট, ভয়ানক নীতির কারণে এখন মৃত: মঈন আলি