ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

লিটনের ‘ক্র্যাম্প’ ভাবনায় ফেলেছে বাংলাদেশকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২১ বিকাল ৬:৪৯

টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস। খেলেছেন ২২৫টি বল। ৫০ এর মতো স্ট্রাইক রেটে ব্যাট করে বাউন্ডারি থেকে নিয়েছেন মোটে ৫০ রান। ২৭২ মিনিট ব্যাটিং করে নিজের ইনিংসটি যেমন স্ট্রাইক রোটেড করে খেলেছেন, তেমনি মুশফিকের দৌড়ে নেওয়া ৪২ রানেও সঙ্গে দিয়েছেন তিনি। সবে মিলিয়ে বাইশ গজে লিটনের উপর দিয়ে বেশ ধকল গেছে।

দীর্ঘ ইনিংসে লিটনকে বেশ কয়েকবার পেশির টানে ভুগতে দেখা গেছে। কখনো পিঠে, কখনো হাত, কখনো হাঁটুতে ‘ক্র্যাম্প’ হয়েছে। ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫৩ রান করা বাংলাদেশ দল এখন লিটনের শুশ্রূষায় ব্যস্ত। তার পেশির টান ভাবনায় ফেলেছে গোটা দলকে।

প্রথম দিনের খেলা শেষে ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘ছেলেরা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। মুশফিক শুরুতে অনেক ধৈর্য দেখিয়েছে। সে অভিজ্ঞ একজন খেলোয়াড়। অনেক কম অভিজ্ঞ বা তরুণ খেলোয়াড় এই পরিস্থিতিতে ঘাবড়ে যেত। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্দান্ত ইনিংস খেলেছে। শান্ত থেকে লিটনও দারুণ করেছে। ক্র্যাম্পের পর লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত যেন উইকেটে থাকতে পারে। বরফ লাগানো হচ্ছে। আজ রাতে শুশ্রূষা করা হবে। আশা করছি কাল আবারও ওরা ব্যাট করতে নামবে।’

সঙ্গে যোগ করেন প্রিন্স, ‘সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। এখানে আগেভাগে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে। দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে। ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, এটা দেখা অনেক উপভোগ্য ছিল। দিনশেষে ক্র্যাম্পটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।’

লিটনের পাশাপাশি ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিমও। সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই ব্যাটসম্যান ৮২ রান নিয়ে আগামীকাল (শনিবার) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি