ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পোস্টারই প্রমাণ করে ‘ভাইয়ারে’ সিনেমায় প্রাণ আছে


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৫:৪৮

সম্প্রতি প্রকাশ পেয়েছে ব্রেন এন্ড লাইফ হসপিটালের ‘ভাইয়ারে’ সিনেমার ফার্স্ট লুক ও সেকেন্ড লুক। ইতোমধ্যে দুটি লুকই দর্শকদের মনে যেন আশার আলো বুনে ফেলেছে। বিশ্বাস স্থাপন হয়েছে, আসছে পরিবার নিয়ে দেখার মতো ভালো একটি ছবি।

চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। প্রযোজনা করেছেন মো. ফখরুল হোসেন। পরিচালনায় রকিবুল আলম রকিব।

অভিনেতা রাসেল মিয়া সকালের সময়কে জানান, গান ও গল্পের ভাইয়ারে ছবিটি মাটি ও মানুষের ছবি। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এক সংগ্রামী মানুষের ছবি আমাদের পোস্টার অনলাইনে যেভাবে সাড়া ফেলেছে, এতে দর্শকদেরও বিশ্বাস হয়েছে যে, ভাইয়ারে ছবিতে প্রাণ আছে। ছবিটি দর্শকদের মনে জায়গা করে নেবে।

রাসেল মিয়া আরো বলেন, জেলখানার একটি দৃশ্যের শুটিং করার সময় ইউনিটের সকলেই কান্না করে দিয়েছেন। ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন- রাসেল মিয়া, এ্যালিনা শাম্মি, সাখাওয়াত সাগর, যারা, সীমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা শহীদুল হারুন, সুজন রাজাসহ অনেকে। শীঘ্রই চলচ্চিত্রটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ইনশা আল্লাহ।

এমএসএম / জামান