ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

চোট কাটিয়ে শর্ত নিয়ে মাঠে স্টোকস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ১১:৪৯

অ্যাশেজের আগে শেষ ক্রিকেট ম্যাচটা খেলেছেন সেই চার মাস আগে, তাও দ্য হান্ড্রেডের এক ম্যাচে। এরপর অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়ে নেন বেন স্টোকস। সে বিরতি শেষ করে তিনি অবশেষে ফিরেছেন। তবে ফিরেই দীর্ঘ পরিসরের ক্রিকেটে ঠিক মানিয়ে নিতে পারেননি তিনি। পড়েছেন হাঁটুর চোটে। তাতেই শক্তি হারিয়েছে ইংল্যান্ড।

না, পুরোপুরি ছিটকে যাননি এই অলরাউন্ডার। চলতি ব্রিসবেন টেস্টেই খেলবেন আবার। তবে এখানে একটা শর্ত জুড়ে গেছে এখন। খেললেও ‘খুব প্রয়োজন না পড়লে’ বল হাতে নেবেন না তিনি। 

দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার আগে যে পরিমাণ ওয়ার্ম আপ ম্যাচের দরকার ছিল, তা খেলতে পারেননি স্টোকস। তার ছাপটা মিললো মাঠে নামার পরই। আগের দিন ওভারস্টেপ করার সমস্যায় ভুগেছেন, চ্যানেল সেভেন দেখাচ্ছিল প্রথম সেশনে ৫ ওভার বল করে তিনি ওভারস্টেপ করেছেন ১৪ বলে, তবে যান্ত্রিক গোলযোগের কারণে তার দুটোই ধরা পড়েছে কেবল। 

সেটাও নাহয় ইংল্যান্ড হজম করে নিত, কিন্তু এরপর যা ঘটল, তাতে দলটির বেশ ক্ষতিই হয়ে গেছে। গতকাল মধ্যাহ্ন বিরতির আগে একটা চার বাঁচাতে গিয়ে এসেছে এই হাঁটুর চোট।

বিকেলের সেশনে তিনি ফিরেছেন, তবে বল করতে পারেননি। এমনকি ফিল্ডিংয়েও কমে গেছে গতি, ধুঁকতে দেখা গেছে তাকে। গ্যাবায় থাকা এক ইংলিশ মুখপাত্র নিশ্চিত করেছেন চোটের বিষয়টি। চোটটা খুব একটা বড় না হলেও তাকে নজরদারিতে রাখা হয়েছে। বলও করতে পারবেন তিনি। তবে সেটা দলের খুব প্রয়োজন পড়লে। তা ছাড়া ঝুঁকি নেওয়া চলবে না। 

দলের অন্য এক দুশ্চিন্তা দূর হয়েছে অবশ্য। দ্বিতীয় দিন শেষের আগেই চোট পেয়ে ওলি রবিনসনকে মাঠ ছাড়তে হয়েছিল চোট নিয়ে। তবে তার সে চোট বড় কিছু নয় বলে জানিয়েছে ইংলিশ মেডিক্যাল দল। মাঠে ফিরে এসে বল করতে পারবেন বলেও জানা গেছে।

তবে স্টোকসের এই চোট যদি আরও বড় হয়ে যায়, তখন বিপদেই পড়তে হবে দলটিকে। পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। অজি মুল্লুকে কাজটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি