ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডে ২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে পুরো দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ১১:৯

বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই তার সংস্পর্শে আসা ৯ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফকে আইসোলেশনে নেয়া হয়েছিল। যদিও বৃহস্পতিবার জানা গিয়েছিল, নতুন করে কারো করোনা পজিটিভ রিপোর্ট আসেনি।

তবে, অতিরিক্ত সতর্কতা হিসেবে পুরো বাংলাদেশ দলকেই আইসোলেশনে থাকতে হচ্ছে ২১শে ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ দলের নির্বাচক আবদুর রাজ্জাক  জানিয়েছেন এ তথ্য।

আবদুর রাজ্জাক জানান, ‘২১শে ডিসেম্বর পর্যন্ত স্ট্রিক্ট আইসোলেশনে থাকতে হবে পুরো দলকে। এর মধ্যে যে কোনো ধরনের প্র্যাকটিস, আউটিং এবং জিম করা বন্ধ। স্পেশাল সিকিউরিটির অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। তবে সুখবর হচ্ছে, বাংলাদেশ দলে নতুন করে পজিটিভ হওয়ার কোনো খবর নেই।’

২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকার অর্থ হলো, বাংলাদেশ দল যে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য নির্ধারণ করেছিল, তাতে একটু সমস্যা হতে পারে। কারণ, ২১ তারিখ আইসোলেশন শেষ হলে এরপর এক-দু’দিন অনুশীলন না করে তো আর প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে না।

সে ক্ষেত্রে হয়তো বা একটি প্রস্তুতি ম্যাচ কমে যেতে পারে। যদিও এ বিষয়ে এখনও টিম ম্যানেজমেন্ট থেকে কিছুই জানানো হয়নি। কিংবা আগের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ দুটির সূচিও ঘোষণা করা হয়নি। এখন সবই নির্ধারণ হবে, ২১ ডিসেম্বর আইসোলেশন থেকে বের হওয়ার পর।

প্রসঙ্গতঃ গত বুধবারই প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। ওই সময় তার সংস্পর্শে আসা মুমিনুল হকসহ ৯ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। যদিও বৃহস্পতিবার বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, ‘নতুন করে কেউ আর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি