ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

গিলেস্পির সেই সেঞ্চুরি মনে করিয়ে ডনের রেকর্ডে লাবুশেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ১:৩৩

অ্যাশেজের দিবারাত্রির টেস্টে নিজের সঙ্গে যেনো সৌভাগ্য নিয়েই নেমেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস লাবুশেন। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন দুইবার জীবন পেয়েছেন। আজ (শুক্রবার) আউট হয়েও বেঁচে যান নো বলের কল্যাণে। এরই ফাঁকে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

তিন অঙ্কে পৌঁছতে ২৮৭টি বল খেলেছেন লাবুশেন। যা কি না গত ১৫ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে নাইটওয়াচম্যান হিসেবে নেমে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডানহাতি পেসার জেসন গিলেস্পি।

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে প্রথম সেঞ্চুরি করার পথে ২৯৬ বল খেলেছিলেন অসি পেসার। এরপর থেকে গত ১৫ বছরে লাবুশেনের ২৮৭ বলের চেয়ে ধীরগতির সেঞ্চুরি করেননি আর কেউ। সেঞ্চুরি পেরিয়ে ১০২ রানে আউট হয়েও নো বলের কল্যাণে বেঁচে যান লাবুশেন।

তবে এরপর আর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তার। অলি রবিনসনের খানিক নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন লাবুশেন। আউট হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টার ইনিংসে ৩০৫ বল খেলে ১০৩ রান করেন তিনি।

এই ইনিংসের পর ২০ ম্যাচের ক্যারিয়ারে ৩৪ ইনিংস খেলে লাবুশেনের সংগ্রহ ৬২.৪৮ গড়ে ২০৬২ রান। টেস্ট ক্রিকেটে ন্যুনতম ২ হাজার রান করা ব্যাটারদের মধ্যে তার গড় এখন দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে কে তা নিশ্চয়ই বলতে হবে না। কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ৯৯.৯৪ গড়ে করেছিলেন ৬৯৯৬ রান।গড়ের হিসেবে ডনকে ছোঁয়ার কথা হয়তো কল্পনাও করা যাবে না। তবে অন্য আরেকটি হিসেবে ঠিকই ডনকে ছাড়িয়ে গেছেন লাবুশেন। ক্যারিয়ারের প্রথম ২০ টেস্টে ব্র্যাডম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল ১৫টি। আর লাবুশেন এরই মধ্যে খেলে ফেলেছেন ১৭টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস। যেখানে ছয় সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১১টি ফিফটি।

শুধু তাই নয়, দিবারাত্রির টেস্টে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে তিন সেঞ্চুরি হাঁকালেন লাবুশেন। পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালের নভেম্বরে ১৬২, একই বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করলেন তিনি।

দিবারাত্রির টেস্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন ১৯ জন ব্যাটার। এর মধ্যে ১৭ জনই করেছেন একটি করে সেঞ্চুরি। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার আসাদ শফিকের রয়েছে দুইটি দিবারাত্রির টেস্ট সেঞ্চুরি। আর লাবুশেন করলেন তিনটি।

এমএসএম / এমএসএম

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি