রোমাঞ্চ জাগিয়ে মিঠুনদের হারালেন আশরাফুলরা
বিসিবি উত্তরাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারিয়ে দাপুটে শুরু হয়েছিল ওয়ালটন মধ্যাঞ্চলের। এরপর বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে পূর্বাঞ্চলের মুখোমুখি হয় মধ্যাঞ্চল। ম্যাচের ৩ দিন নিজেদের দখলে রাখলেও শেষদিনে খেই হারিয়ে বসে শুভাগত হোম চৌধুরীর দল। শেষ ৪৩ রানে ৯ উইকেট হারিয়ে মিরপুরে রোমাঞ্চকর ম্যাচ ১০ রানে হারে মধ্যাঞ্চল।
যেখানে এই ম্যাচ জিতলে ফাইনালের পর সুগম হতো মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকারদের। সেখানে ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুলের কাছে হেরে কিছুটা পিছিয় পড়ল মধ্যাঞ্চল। বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ দক্ষিণাঞ্চল।
মধ্যাঞ্চলের সামনে পূর্বাঞ্চলের লক্ষ্য ছিল ১৯৯ রানের। বুধবার (২২ ডিসেম্বর) বিসিএলের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের ইনিংস থামে ১৮৮ রানে। পূর্বাঞ্চলের হয়ে নাঈম হাসান একাই নেন ৬ উইকেট।
একদিকে বোর্ড মিটিংয়ে ব্যস্ততা অন্যদিকে উত্তাপ ছড়ানো ম্যাচ। ম্যাচের পরিস্থিতি বিচারে মাঠেই পূর্ণ মনোযোগ সংবাদকর্মীদের। শেষদিনে জয়ের জন্য মধ্যাঞ্চলের প্রয়োজন ছিল ১১২ রান হাতে ৯ উইকেট। মিঠুন ৪২ ও সৌম্য ৩৩ রান নিয়ে আজ চতুর্থ ও শেষদিনের খেলা শুরু করেন। দুজন আজ তাদের পার্টনারশিপ থেকে ৫৮ রান। তবুও পথ হারিয়ে বসে মধ্যাঞ্চল। নাঈম হাসানের বিধ্বংসী বোলিংয়ে ১০ রানে হারেন সৌম্যরা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মিঠুন ৪২ ও সৌম্য ৩৩ রানে দিন শুরু করেন। টানা দুই চারে দিন শুরু করা সৌম্য হাফসেঞ্চুরি তুলে নেন ৯৪ বলে। তার কিছুক্ষণ পরেই ৭৪ বলে হাফসেঞ্চুরির দেখা পান মিঠুন। দুজনের ব্যাটে জয়ের সুবাস দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ছন্দপতন ঘটে সৌম্যর আউটে। দলীয় ১৪৫ রানে ব্যক্তিত ৭৩ রানে ফেরেন এই বাঁহাতি। তার আউটের পর ১ রান না যোগ হতেই ৬০ রানে সাজঘরে ফেরেন ওপেনার মিঠুনও।
দুজনকে আউট হওয়ার পর মধ্যাঞ্চলের ব্যাটিংয়ে ধস নামে। একে একে তাইবুর রহমান ৪, শুভাগত হোম ৪, জাকের আলী অনিক ১, আবু হায়দার রনি ০ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ১ রান করে আউট হলে ২৪ রানের ব্যবধানে হারায় ৭টি উইকেট। মধ্যাহ্ন বিরতির পর সালমানও ফেরেন নাঈমের শিকার হয়ে। তার ব্যাট থেকে আসে ১৮ রান। বিরতির পর ৪ ওভার ১ বলে শেষ হয়ে যায় ম্যাচ।
প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিং করতে নেমে ২৪৫ রানে অলআউট হয় ইসলামী ব্যাংক। ওয়ালটন খেলতে নেমে ২২৭ রানে অলআউট হয়ে যায়। ১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আরও ১৮০ রান যোগ করে ইসলামী ব্যাংক। ওয়ালটনের সামনে টার্গেট ছিল ১৯৯, কিন্তু ১৮৮ রানের বেশি করতে পারেনি তারা।
এমএসএম / এমএসএম
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা