ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সুজয় শ্যামের সুরে গাইলেন আকিব বিন আখতার


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ৪:২৯

এ প্রজন্মের জনপ্রিয় তরুণ মেধাবী কন্ঠশিল্পী -আকিব বিন আখতার। আকিব ছোটবেলা থেকেই গানে চর্চা করে আসছেন। তিনি স্কুল ও কলেজে পড়াকালীন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গান গেয়েছেন এবং জিতেছেন পুরস্কার হয়েছেন চ্যাম্পিয়ন।

সাত বছর ক্যারিয়ারে শুরুটা হয়েছিল ‘ভালোবেসেছি তোমায় ‘ শিরোনামের একটি ডুয়েট গানের মধ্য দিয়ে। ১৭টি মৌলিক গানের মধ্যে সাতটি ডুয়েট দশটি সলোতে কন্ঠ দিয়েছেন। এছাড়াও অসংখ্য গানে তিনি কন্ঠ দিয়েছেন মোটামুটি অনেকের সাথেই তার কাজ হয়েছে। নিজের সূরেও বেশ কিছু গান করেছেন। তিনি সমানভাবে স্টেজ শো করেন বিভিন্ন স্থানে। সম্প্রতি তিনি আবারও বিটিভিতে একটি গানের প্রোগ্রাম করলেন। সুজয় শ্যামের সুরে এবার গাইলেন আকিব। বাংলাদেশ টেলিভিশনে ‘অন্তরের গান’ নামক অনুষ্ঠানে আকিব গাইবেন কিংবদন্তি সংগীত পরিচালক সুজয় শ্যামের সুরে একটি মৌলিক গান। নাই বা পেলাম আমি তোমায় শিরোনামে গানটি লিখেছেন নাসির আহমেদ সুর করেছেন সুজয় শ্যাম।

এই ডিসেম্বর মাসেই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল গানটি এবং ব্যাপক জনপ্রিয়তা পাই।‘অন্তরের গান’ শিরোনামের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রঞ্জু। আকিব এ প্রসঙ্গে দৈনিক সকালের সময়কে বলেন, বিটিভিতে বরাবরই অনুষ্ঠান করা হয় কিন্তু আজ অনূভুতি টা অন্যরকম তার কারণ আগে গেয়েছি অতিথি শিল্পী হয়ে তবে এবারই প্রথম তালিকাভুক্ত হবার পর প্রথম মৌলিক গান করেছি তাও একজন কিংবদন্তি সংগীত পরিচালক এর সুরে। তাই আমি সত্যিই আনন্দিত। গানটি চেষ্টা করেছি গাইতে আশা করছি আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদের ভালো লাগবে। উল্লেখ্য, বারোটি মাস, মন মানেনা, কত জ্বালাবি বল, পোড়ামনসহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।

এমএসএম / এমএসএম