সালাহর পেনাল্টি রেকর্ড থেমে যাওয়ার দিন লিভারপুলের হার
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল লিভারপুল। পেনাল্টি মিস করল চার বছর পর। টানা ১৫টি পেনাল্টি শটে গোল করে এসে থামলেন মোহাম্মদ সালাহ। তাতে লেস্টার সিটির বিপক্ষে হেরে গেছে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে পড়েছে ছয় পয়েন্টে।
মঙ্গলবার রাতে এডমোলা লোকমেনের গোলে ১-০ গোলের জয় পেয়েছে লেস্টার সিটি। ম্যাচ হারলেও শুরুতে দাপট দেখায় লিভারপুল। ১৬ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় তারা। কিন্তু মোহাম্মদ সালাহর নেওয়া পেনাল্টি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক কাসপার স্মাইকেল।
এরপর ফিরতি বলে হেড করেন মিশরীয় ফরোয়ার্ড। সেটি ফিরে আসে পোস্টে লেগে। আবার বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি জর্ডান হ্যান্ডারসন। এরপর বিরতির আগে আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি লিভারপুল। বারবার লেস্টারের ত্রাতা হন গোলরক্ষক স্মাইকেল।
৫৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিলেন সাদিও মানে। দিয়েগো জটার কাছ থেকে বল নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। তিন মিনিট পর উল্টো এগিয়ে যায় লেস্টার সিটি। কাইরনান ডিউসবুরি-হলের কাছ থেকে বল পেয়ে মাতিপকে পরাস্ত করে আলিসনকে এড়িয়ে আদেমোলা এডমালো গোল করেন।
পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে লিভারপুল। কিন্তু গোলের দেখা মিলছিল না। নির্ধারিত সময়ের খেলার পাঁচ মিনিট বাকি থাকতে অবশ্য গোল পেয়েই যাচ্ছিল লিভারপুল। কিন্তু স্মাইকেল পা লাগিয়ে কর্নারের বিনিময়ে কোনো রকমে বাঁচিয়ে দেন। এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার।
শাফিন / জামান
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল