ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রিয়ালে ‘যাচ্ছি না’, পিএসজির জন্য সবকিছু দেবো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১২:১

কিলিয়ান এমবাপে আগামী বছর কোথায় খেলবেন? চলতি মৌসুম শুরুর আগেই চলে যেতে চেয়েছিলেন নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। কিন্তু পিএসজি ছাড়েনি তাকে। এ নিয়ে আলোচনাও হয়েছিল বেশ। রিয়াল ও এমবাপে দুই পক্ষ রাজি থাকলেও পিএসজির বাধায় যাওয়া হয়নি তার।

আগামী জানুয়ারিতেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এমবাপের। চাইলে জানুয়ারিতেই ক্লাব ছাড়তে পারবেন তিনি। তাতেই গুঞ্জন, মৌসুমের মাঝপথেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে। যদিও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলছেন, এখনই যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তার।

সিএনএনকে বলেছেন, ‘না, আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এমন কিছুই হচ্ছে না। আমি প্যারিসে থাকছি। পিএসজিতে আমি খুব খুশি। এবং এটা শতভাগ নিশ্চিত পিএসজি খেলোয়াড় হিসেবেই মৌসুম শেষ করবো। এই বছর পিএসজির জন্য নিজের সব কিছু দেবো।’

মৌসুম শুরুর আগের ঘটনা নিয়ে এমবাপে বলেছেন, ‘যেটা হয়েছে, সেটার জন্য কি আমার আফসোস হয়? না। আমার কোনো কিছু নিয়েই আফসোস নেই কারণ আমি সৎ। আমি সেটাই বলেছি যেটা মাথায় ছিল। কেউ আমার সমালোচনা করতে পারবে না কারণ এটা অনুভূতির ব্যাপার, ব্যক্তিগত বিষয়।’

আগামী মৌসুমে রিয়ালে খেলার ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাননি এমবাপে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের জন্য সবকিছু দিতে চান ফরাসি তারকা। জিততে চান পিএসজির হয়ে চলতি মৌসুমের সম্ভাব্য সব শিরোপা। 

তিনি বলেছেন, ‘জুনে রিয়াল মাদ্রিদে যাবো কি না? এটা আমার জন্য উপযুক্ত সময় নয় কথা বলার। আমার মাথায় এখন একটা ব্যাপারই আছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারানো। আমরা তৈরি আছি, আমিও প্রস্তুত পিএসজির জন্য সবকিছু দিতে।’

শাফিন / শাফিন

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল