ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শরিফুলদের খুশির মধ্যে লুকিয়ে আছে অতৃপ্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৩:১০

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডেত স্কোর বোর্ডে জমা হয়েছে ২৫৮ রান। আপাত দৃষ্টিতে প্রথম দিন সাম্যাবস্থায় শেষ হয়েছে। তবে সে দেশে বাংলাদেশ দলের যে অতীত পরিসংখ্যান, সে হিসেবে ভালো একটি দিন পার করেছে সফরকারীরা। পেসার শরিফুল ইসলামের মতে, দিনটি আরো ভালো পারত যদি কিউইদের আরো ২-১টি উইকেট নেওয়া যেত।

ম্যাচ শেষে শরিফুল ইসলাম বলছিলেন, ‘খুশি। তবু মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত। দিন শেষে আলহামদুলিল্লাহ খুশি।’

টাইগার শিবিরে স্বস্তিক ফিরেছে শেষ বিকেলে। ক্রমশ হুমকি হয়ে ওঠা কনওয়েকে ফেরান মুমিনুল হক। সেঞ্চুরিয়ান কনওয়ে তার লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১২২ রানে থামেন তিনি। ২২৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। পরে দিনের শেষ বলে এবাদত ফেরান টম ব্লানডেলকে।

শরিফুল বললেন, ‘কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছেন। আমরা চেষ্টা করব রান রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার।’

উইকেট প্রসঙ্গে শরিফুলের জবাব, ‘প্রথম ঘন্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল। বল সোজা যাচ্ছিল। তখন লাইন-লেংথটা একটু পিছিয়ে নিয়েছি যেন তাদের রান করা একটু কঠিন হয়।’

শাফিন / শাফিন

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল