ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কোহলি ইস্যুতে সৌরভের পাশে ভারতের প্রধান নির্বাচক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৩:১১

গত কয়েক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে আলোচনায় বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলির মধ্যেকার লড়াই। শুরুতে সৌরভ জানিয়েছিলেন, কোহলিকে নাকি ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল বোর্ড। পরে কোহলি অস্বীকার করেন সেটি। 

এ নিয়ে শুরু হয় বিতর্ক। দুই ভাগে বিভক্ত হয় ভারতের ক্রিকেট। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন দেশটির প্রধান নির্বাচক চেতন শর্মা। বিসিসিআই সভাপতির পাশেই দাঁড়িয়েছেন তিনি। বলেছেন, বৈঠকে থাকা সবাই নাকি কোহলিকে অনুরোধ জানিয়েছিল অধিনায়ক থাকতে। 

তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচকই তখন বলেছিল যে এই সময় কোহলি নেতৃত্ব ছাড়লে বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে। আমরা বিরাটকে বলেছিলাম যে বিশ্বকাপের পর আমরা এ নিয়ে কথাবার্তা বলব। কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনড় ছিল। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি। বিরাট জাতীয় দলের সম্পদ। ভারতীয় ক্রিকেটের উপকার হবে, এমন সিদ্ধান্তই আমরা নিতে চাই।’

কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে চেতন বলেন, ‘নির্বাচকদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কিন্তু নির্বাচকদের তো কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। প্রথম একাদশ নির্বাচন করতে গিয়েও কঠোর হতে হয়। জানি আগামী দিনের জন্য বিরাট আমাদের কাছে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে ছিল। এমন সময় ওর সিদ্ধান্তে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বকাপ সামনে ছিল বলে তৎক্ষণিক কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া বিরাটের সিদ্ধান্ত ছিল। কিন্তু এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে ওকে সরানো নির্বাচকদের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচক এবং দল পরিচালন সমিতির কোনও যোগাযোগের অভাব নেই। টেস্ট দলের নির্বাচনের আগেই আমরা বিরাটকে জানিয়ে দিয়েছিলাম ওকে এক দিনের ক্রিকেটের অধিনায়ক রাখা হবে না। তবে এখন এটা নিয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আমি চাই, এখানেই এই প্রসঙ্গ শেষ হয়ে যাক।’

শাফিন / শাফিন

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল