ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

‘দেশদ্রোহী’ ও ‘ফিক্সার’ বলায় নান্নুর ওপর চটেছেন আশরাফুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ২:২৫

দুজনই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। নিজেদের সময় ছিলেন সেরাদের একজন। মিনহাজুল আবেদীন নান্নু খেলা ছেড়ে এখন জাতীয় দলের নির্বাচকের চেয়ারে। মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ব্রাত্য হলেও এখনো চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। এ দুজন জড়িয়েছেন কথায় লড়াইয়ে। একে অন্যের দিকে পাল্টাপাল্টি তোপ দাগছেন।

সম্প্রতি বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আশরাফুলকে দেশদ্রোহী’ ও ‘ফিক্সার’ আখ্যায়িত করেন নান্নু। এরপর ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন আশরাফুল।

ঘটনার সূত্রপাত আশরাফুলের করা এক মন্তব্যকে ঘিরে। যেখানে আশরাফুল এক টেলিভিশন চ্যালেনকে দেওয়া সাক্ষৎকারে জানিয়েছেন, জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের কাজে মেয়াদ ৩ থেকে ৪ বছর হলে ভালো হয়। 

এর জবাবে নান্নু বলেন, ‘আশরাফুলের এই কথার সাথে আমি একটা জিনিস যুক্ত করতে চাই। অস্ট্রেলিয়ার একজন প্রধান নির্বাচক কত বছর কাজ করেছে ওর বোধহয় ধারণা নেই। প্রায় ৯ থেকে ১২ বছর একটানা কাজ করেছে। অস্ট্রেলিয়া কি ক্রিকেট থেকে পিছিয়ে গিয়েছে?’ 

উত্তেজিত নান্নু বলে বসেন, ‘ওর তো বোঝার কথা না। যেসব খেলোয়াড় দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়, ওদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করা কঠিন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নান্নুর সেই ভিডিও ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়। অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি। এই ঘটনা দৃষ্টি এড়ায়নি আশরাফুলেরও। রোববার রাতেই নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন আশরাফুল। পাল্টা জবাব দেন তিনি।

স্পট ফিক্সিংয়ের দায়ে ২০১৩ সালে নিষিদ্ধ হওয়া আশরাফুল বলেন, ‘আমি যদি প্রকাশ্যে স্বীকার না করতাম তাহলে হয়ত ভিন্ন চিত্র হত। তাহলে এক বছরের শাস্তি হত, হয়ত এখনও জাতীয় দলে খেলতাম। আপনাদের কাছে এখনও ক্ষমা পাইনি, আপনার কথাতে এটা বুঝা যাচ্ছে। আমার প্রকাশ্যে স্বীকার করা ভুল হয়েছে।’

সঙ্গে যোগ করেন আশরাফুল, ‘নান্নু ভাই যেভাবে নাম ধরে দেশদ্রোহী, ম্যাচ ফিক্সার বললেন, এটা তো ২০১৩ সালে হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি, শাস্তিও হয়েছে। যেভাবে আক্রমণ করলেন, কষ্ট লেগেছে। আমি তো উল্টাপাল্টা কিছু বলিনি। আর আমি কোনো ব্যক্তির নাম বলিনি, আমি ঐ দায়িত্বের কথা বলেছি। নান্নু ভাই লাইভে ঢুকে সরাসরি আক্রমণ করলেন আমার নাম ধরে। এটা আসলে খুব দুঃখজনক।’

শাফিন / শাফিন

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি