ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডে সাফল্যের রহস্য জানালেন জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ২:২৬

নিউজিল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ দল। দলের ব্যাটিং সাফল্যের রচয়িতার ভূমিকায় ছিলেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তার আত্মবিশ্বাসী ব্যাটিং আত্মবিশ্বাস যুগিয়েছে গোটা দলের। যদিও কাঙ্ক্ষিত শতকের দেখা পাননি জয়। ফিরেছেন ৭৮ রানে। তৃতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন, সফলতার মূল মন্ত্র।

নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় জয় জানান, কিউই বোলারদের নাম না দেখে বল দেখে খেলেছেন তিনি। রানের কথা চিন্তা না করে বেশি বেশি বল খেলেই সফল হয়েছেন।

জয় বলছিলেন, ‘নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম না দেখে বল দেখে খেলার চেষ্টা করেছি।’

সঙ্গে যোগ করেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা এই তরুণ, ‘আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলার। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিল, সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই– সবাই একই কথা বলেছে। এটাই ছিল উইকেটে শান্ত থাকার কারণ।’

৭৮ রানের ইনিংসটি ছিল শ্লথগতির, পুরোপুরি টেস্ট মেজাজের। যেখানে ২৮৮টি বল খরচ করেন জয়। এতে লাল-সবুজের জার্সি গায়ে দেশের বাইরে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। সঙ্গে নিউজিল্যান্ডে এক ইনিংসের ২০০ এর অধিক বল খেলা প্রথম ওপেনার বনে যান জয়।

জয় জানালেন, এ সবই হয়েছে সিরিজের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার বদৌলতে। যেখানে ৬৬ রান করে আত্মবিশ্বাসে রসদ পেয়েছেন তিনি।

জয়ের ব্যাখ্যা, ‘মূল ম্যাচের আগে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছি, সেটা অনেক কাজে দিয়েছে। সেখানে আমি খেলার সুযোগ পাই এবং মোটামুটি ভালোই করি। সেখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই যেটা মূল ম্যাচে মোটামুটি পারফর্ম করতে সাহায্য করেছে। দলের অভিজ্ঞ ক্রিকেটার কাছ থেকে দারুণ সমর্থক পেয়েছি। আমি যে নতুন দলে এসেছি সেই চাপটা আমি অনুভব করিনি। টিম ম্যানেজমেন্টের সবাই আমাকে সাহায্য করেছে।’

শাফিন / শাফিন

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি