ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

জিততে যদি নাও পারি এই টেস্ট ড্র করতে চাই : সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৩:৩৮

নিউজিল্যান্ড বরাবরই যেন এক বিভীষিকার নাম বাংলাদেশের কাছে। সে দেশে গিয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ খেলা টাইগাররা জয়ের স্বাদ পায়নি কোনদিন। সাদা পোশাকে ৯ ম্যাচ খেলে হার সবগুলোতেই। এবার কিউই সফরে গিয়ে বেশ ছন্দে আছে টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের নাটাই মুমিনুল হকের দলের হাতে। সোমবার তৃতীয় দিনের খেলা শেষে খালেদ মাহমুদ সুজন জানালেন, জিততে না পারলেও এই টেস্ট ড্র করতে চান।

সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’

তৃতীয় দিন শেষে স্কোর দিচ্ছে স্বস্তির সুবাতাস। দিনের খেলা শেষে ৬ উইকেট হারানো টাইগারদের সংগ্রহ ৪০১ রান। এতে কিউইদের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৭৩ রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের। এই লিড আরো বাড়িয়ে নিতে ইয়াসির আলি রাব্বি ১১ এবং মেহেদী হাসান মিরাজ ২০ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিন শুরু করবেন।

চতুর্থ দিনের পরিকল্পনা বলছিলেন সুজন, ‘এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে। কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, এখন ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মতো লিড পেলে দেড়শ রানের মতো লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব। অন্তত ১৪০-১৫০ নিতে পারলে বিরাট ব্যাপার হবে।’

নিউজিল্যান্ডে টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে আছে সুজন। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাচ্ছেন অতীত মনে করিয়ে।

সুজনের ব্যাখ্যা, ‘আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না। একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারি। প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনো জুজু নেই যে পারব না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। এই মোটিভেশনই দেওয়ার চেষ্টা করেছি।'

শাফিন / শাফিন

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে