রিভিউ নষ্ট আর ক্যাচ ছাড়ার খেসারত দিচ্ছে বাংলাদেশ
চতুর্থ দিনের চা বিরতিতে যাওয়ার আগে তিনটি রিভিউয়ের ১টি নষ্ট করে বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরে বাকি দুটি রিভিউয়ের সঠিক ব্যবহার করতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। সঙ্গে সহজ দুটো ক্যাচ মিসের আক্ষেপ। জীবন পেয়ে বাইশ গজে প্রতিরোধ গড়ে তুলেছেন উইল ইয়ং এবং রস টেলর।
এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ২ হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৪ রান। ফিফটি করে ইয়ং ৬৯ এবং রস টেলর ৩০ রানে ব্যাট করছেন। ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। এই রান পরিশোধ করে এখন উল্টো লিড নিয়েছে স্বাগতিকরা।
উইল ইয়ং ৩২ এবং রস টেলর ৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেন। এই জুটি ভাঙতে মরিয়া সফরকারী শিবির ভুল করে বসে সেশনের তৃতীয় ওভারে। এবাদত হোসেনের করা ২৯তম ওভারের দ্বিতীয় বলটি রস টেলরের ব্যাটে লাগলেও লিটন দাসের পরামর্শে রিভিউ নেন মুমিনুল। যা একেবারেই ধোপে টেকেনি।
তৃতীয় ও শেষ রিভিউটি হাতছাড়া হয় ইনিংসের ৩৭তম ওভারে। এবার তাসকিনের বল টেলরের মাঝ ব্যাটে লাগলেও মিরাজের পরামর্শে রিভিউ কল করেন মুমিনুল। চ্যালেঞ্জে হারলে নষ্ট হয় তিনটি রিভিউই।
বিরতিতে যাওয়ার ঠিক আগের ওভারে মিরাজের বলে ইয়াং ৩১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। লিটনের গ্লাভসে বল জমেনি। সেই ইয়ং পরে অর্ধশতক তুলে নিয়েছেন। তার ব্যাটেই এগিয়ে নিউজিল্যান্ড।
সুযোগ এসেছিল টেলরকে ফেরানোর। এবার সে সুযোগ মাটিতে ফেলেন সাদমান ইসলাম। ইনিংসের ৪৩তম ওভারে মিরাজের বলে।ডিপ স্কয়ার লেগে ক্যাচ ছাড়েন সাদমান।
শাফিন / শাফিন
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে