মুমিনুলরা বোনাসের সঙ্গে পাচ্ছেন পুরস্কার!
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। ৮ উইকেটে পাওয়া এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এর আগে কখনোই নিউজিল্যান্ডে গিয়ে কোনো ম্যাচ জিততে পারেননি টাইগাররা। সেই আক্ষেপে প্রলেপ পড়ল। এই জয়ের জন্য ক্রিকেট বোর্ডের নির্ধারিত উইনিং বোনাস পাবেন মুমিনুল হকরা। সঙ্গে বাড়তি পুরস্কারের ভাবনা আছে বিসিবির।
আজ (বুধবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘আমাদের মাননীয় সভাপতি সাহেব ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলেছেন, সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, উইনিং বোনাস তারা পাবে।’
বাড়তি পুরস্কারের ভাবনার কথা জানান জালাল, ‘দিস ইজ ন্যাচেরাল, খেললে স্বাভাবিকভাবে তারা উইনিং বোনাস পাবে। টেস্ট ম্যাচে বোনাস থাকবে। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কী না সেটা আমরা সিরিজটা শেষে আলাপ-আলোচনা করব।’
এর আগে মাঠের ক্রিকেটে বড় কোন সাফল্যের জন্য বোর্ড থেকে বাড়তি পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। তবে এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এবার ম্যাচ জয়ের টিম থেকেই পুরস্কার বা বোনাস চেয়েছে বোর্ডের কাছে।
দুই ম্যাচ সিরিজের ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। তবে টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। এবার অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।
শাফিন / শাফিন
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল