মুমিনুলরা বোনাসের সঙ্গে পাচ্ছেন পুরস্কার!
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। ৮ উইকেটে পাওয়া এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এর আগে কখনোই নিউজিল্যান্ডে গিয়ে কোনো ম্যাচ জিততে পারেননি টাইগাররা। সেই আক্ষেপে প্রলেপ পড়ল। এই জয়ের জন্য ক্রিকেট বোর্ডের নির্ধারিত উইনিং বোনাস পাবেন মুমিনুল হকরা। সঙ্গে বাড়তি পুরস্কারের ভাবনা আছে বিসিবির।
আজ (বুধবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলছিলেন, ‘আমাদের মাননীয় সভাপতি সাহেব ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলেছেন, সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, উইনিং বোনাস তারা পাবে।’
বাড়তি পুরস্কারের ভাবনার কথা জানান জালাল, ‘দিস ইজ ন্যাচেরাল, খেললে স্বাভাবিকভাবে তারা উইনিং বোনাস পাবে। টেস্ট ম্যাচে বোনাস থাকবে। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কী না সেটা আমরা সিরিজটা শেষে আলাপ-আলোচনা করব।’
এর আগে মাঠের ক্রিকেটে বড় কোন সাফল্যের জন্য বোর্ড থেকে বাড়তি পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। তবে এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এবার ম্যাচ জয়ের টিম থেকেই পুরস্কার বা বোনাস চেয়েছে বোর্ডের কাছে।
দুই ম্যাচ সিরিজের ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। তবে টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। এবার অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।
শাফিন / শাফিন
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে