ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শেষ ষোলোয় বার্সা-রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১২:১১

আগের বছর স্প্যানিশ সুপার কাপে অঘটনের শিকার হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবারও শঙ্কা জেগেছিল তেমন কিছুর। তবে শেষ অবধি হয়নি। আলকাইয়ানোর বিপক্ষে জিতে শেষ ষোলোতে চলে গেছে তারা। 

একই রাতে ৬ মিনিটের দুই গোলে এই পর্বে উঠেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে আলকাইয়ানোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল। আগের বছর একই পর্বে আলকাইয়ানোর বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা।

ম্যাচের ৩৯ মিনিটে রিয়ালকে প্রথম এগিয়ে দেন এডার মিলেতাও। দারুণ হেডে গোল করেন তিনি। ৬৬তম মিনিটে সমতা টানেন দানি ভেগা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি। শঙ্কা তৈরি হয় রিয়ালের পরের পর্বে যাওয়া নিয়ে।

সেটা অবশ্য দূর হয়ে যায় ১০ মিনিট বাদেই। এডেন হ্যাজার্ডের পাস থেকে গোল করেন মার্কো অ্যাসেনসিও। দুই মিনিট পর আলকোইয়ানোর গোলরক্ষক হুয়ানের আত্মঘাতী গোলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয় রিয়ালের। 

এদিকে বার্সেলোনা শুরু থেকেই চেপে ধরেছিল লিনারেসকে। খেলার ধারার বিপরীতে ১৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় তৃতীয় সারির ক্লাবটি। 

এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে দূরপাল্লার শটে বল জালে জড়ান ওসমান দেম্বেলে। ছয় মিনিট পর হতগ্লার দারুণ গোলে সব শঙ্কা উড়িয়ে শেষ ষোলোয় পা রাখে জার্ভি হার্নান্দেজের দল।

শাফিন / শাফিন

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি