ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মাশরাফি বললেন, নিউজিল্যান্ডে এই জয়ই বাংলাদেশের ‘সর্বোচ্চ সাফল্য’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২২ বিকাল ৫:৪১

তাসমান সাগরের ওপারে চলতি বছরের আগ পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৩২টি ম্যাচ। তবে জয় ছিল না একটিও। এবার যোগ হয়েছিল শেষ কিছু দিনের ব্যর্থতা, আর সমালোচনাও। সব মিলিয়ে মুমিনুল হকের দলের জন্য কাজটা কঠিনই ছিল। 

তবে সব ব্যর্থতা, সমালোচনাকে পেছনে ফেলে নতুন বছরটা নতুন ইতিহাস গড়েই যেন শুরু করলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়েছে দারুণ প্রতাপ নিয়ে। এমন এক জয়কে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সেরা সাফল্য বলেই আখ্যা দিলেন। 

আজ বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন এ কথা। বললেন, ‘এ জয় দারুণ। বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিৎ এটাই সর্বোচ্চ জয় (সাফল্য)।’

কেন এই জয় বাংলাদেশের সেরা সাফল্য মনে হচ্ছে তার, সেটাও জানালেন মাশরাফি। বললেন, ‘বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় নেই। এখান থেকে ভাবলে শূন্য থেকে এত বড় জয় দারুণ ব্যাপার।’

এমন জয়ের পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হল কথা বলতে চেয়েছিলেন মাশরাফির সঙ্গে, দিয়েছিলেন ফোনকলও। তবে দুই দেশের সময়ের ফারাক বিস্তর হওয়ায় কথা আর বলা হয়নি মাশরাফির। নড়াইল এক্সপ্রেস বলেন, ‘মুমিনুল কল দিয়েছিল, কিন্তু দুই দেশের সময়ে ফারাক থাকায় কথা হয়নি। আজ চেষ্টা বলব কথা বলার দুই-একজনের সঙ্গে। কথা বলা জরুরী না। জরুরী হল ওরা খেলা উপভোগ করছে। এত বড় জয় এসেছে। এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।’

মাউন্ট মঙ্গানুই টেস্টের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে প্রথম দিনে এরপর নিউজিল্যান্ড হুঙ্কার দিচ্ছিল ম্যাচে ফেরার। সে দিন বিকেলেই অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সফরকারীদের। পরের চার দিন একচ্ছত্র আধিপত্যই ছিল টাইগারদের। এমন নৈপুণ্যে মাশরাফি কৃতিত্বটা দিলেন পুরো দলকেই। জানালেন, দল হিসেবে খেলাতেই এই সাফল্য।

মাশরাফির কথা, ‘শুরুর দিনেতারা দল হিসেবে ভালো খেলেছে। এটা সোজাসাপ্টা বলতে পারি। আর ব্যাটিং বোলিং খুব ভালো করেছে। ক্যাচিং যদি দেখেন, দারুণ কিছু ক্যাচ নিয়েছে। ম্যাচ জিততে গেলে এগুলোই তো আসল।’

দল নিয়ে শেষ কিছু দিনে আলোচনা-সমালোচনা কম হয়নি। সেসব একপাশে রেখে এই জয় বিশেষ কিছুই। মাশরাফির মনে হচ্ছে, এই জয়ে নিজেদেরকেই বার্তা দিয়েছেন মুমিনুলরা।

বলেছেন, ‘দল নিয়ে সমালোচনা-আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো... মুমিনুল আছে, সুজন ভাই গেছে ওখানে। যারা আছে তারা হয়ত দলকে প্রেরণা যুগিয়েছে যে হারানোর কিছু নেই। নিজেদের ওপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে। কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়, নিজেদের আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব। এটা দারুণ এক বার্তা নিজেদের জন্য।’

শাফিন / শাফিন

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি