ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

অ্যাশেজে ফের চরম ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ১০:৪০

চলতি অ্যাশেজ সিরিজে ইংলিশ ব্যাটারদের দুর্দশা যেন কাটছেই না। টানা তিন হারে আগেভাগেই সিরিজ খোয়ানো ইংল্যান্ড সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিংয়ে নেমেও পড়েছে চরম বিপর্যয়ের মুখে। ৪ উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে জো রুটের দল।

সিডনি টেস্টে প্রতিদিনই বাগড়া দিচ্ছে বৃষ্টি। তারপরও ইংল্যান্ড এই টেস্ট বাঁচাতে পারবে কিনা, দেখা দিয়েছে সংশয়। যতটুকু সময় পাওয়া যাচ্ছে, তার মধ্যেই যে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেছে অস্ট্রেলিয়া।

উসমান খাজার ১৩৭ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে ১৩৪ ওভারে ৮ উইকেটে ৪১৬ রান তুলে দ্বিতীয় দিনের শেষ সময়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। অসিদের লক্ষ্য ছিল, দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের ২-১টা উইকেট তুলে নেওয়া।

তবে ওইদিন ৫ ওভার অনায়াসেই কাটিয়ে দেয় ইংল্যান্ড। বিনা উইকেটে ১৩ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে সফরকারিরা। প্রথম কয়েকটা ওভার দেখেশুনেই খেলেছিলেন হাসিব হামিদ আর জ্যাক ক্রলি। কিন্তু বেশিক্ষণ স্বস্তি থাকেনি।

৩৯ বলে ৩ রান করা হাসিব হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। তারপরই শুরু হয় মড়ক। ৫৫ বলে ব্যক্তিগত ১৮ রানে বোল্ড হন ক্রলিও। তার উইকেটটি নেন চমক দেখিয়ে এই সিরিজেই অভিষেক হওয়া স্কট বোল্যান্ড।

ইংল্যান্ডের বিপর্যয় আরও ঘণীভূত হয় বরাবরের ভরসা জো রুটও বোল্যান্ডকে উইকেট দিয়ে আসলে। রানের খাতা খোলার আগেই দ্বিতীয় স্লিপে ক্যাচ হন ইংলিশ দলপতি। পরের ওভারে ডেভিড মালানকে (৩) তুলে নেন ক্যামেরুন গ্রিন। ধুঁকতে থাকা ইংল্যান্ড চরম অস্বস্তি নিয়ে গেছে লাঞ্চ বিরতিতে।

এমএসএম / এমএসএম

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে