ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পিএসজি ছাড়তে পারেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১১:৪০

চলতি মৌসুম শুরুর আগে সবচেয়ে আলোচিত দলবদল ছিল এটি। কম দিন তো আর না- বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন মেসি। যোগ দিয়েছিলেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে এই মৌসুম পরেই থমকে যেতে পারে মেসি-পিএসজি সম্পর্ক।

কথাটি অবশ্য বার্সেলোনার সাবেক মিডফিল্ডার লুবো কারেস্কোর। তবে তার বক্তব্যের পেছনে জুড়ে দেওয়া হয়েছে একটি শর্ত। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে এক বছরেই সব শেষ হয়ে যাবে বলে মনে করেন কারেস্কোর।

তিনি বলেছেন, ‘মেসি সবসময় বার্সেলোনার ভাবটা পিএসজিতে মিস করে। যদি সে সফল হয় মানে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে সে আরেক বছর পিএসজিতে থাকবে। আর পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে এই বছরটাই হবে দীর্ঘ।’

ইতোমধ্যেই চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৩৪ বছর বয়সী মেসি। কারেস্কোর মনে করেন, তবুও এবার জিততে না পারলে আফসোস করবেন মেসি, ‘আমার মনে হয় না স্পোর্টিং দিক থেকে সে নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করে, কিন্তু জিততে না পারলে বুঝতে পারবে (সিদ্ধান্ত ভুল ছিল)।’

মেসির ওপর এক গুরুতর অভিযোগও এনেছেন কারেস্কো। কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তিনি ওই সময় পিএসজি কোচ পচেত্তিনোকে কোনো তথ্য জানাননি বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। এটা কোচের প্রতি অসম্মান মনে করেন কারেস্কো।

তিনি বলেন, ‘আপনার অবশ্যই কোচকে সম্মান করতে হবে। এটাই আমি শিখেছি। কোচ সবার উপরে। এটা কোনো ব্যাপার না যে খেলোয়াড়টি তরুণ নাকি তারকা-কোচ সবসময়ই উপরে। মেসি কোথায় এই ব্যাপারে পচেত্তিনো কোনো খবর পাচ্ছিল না, এই ব্যাপারটা খুব অবাক করেছে আমাকে।’

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে