বিসিএল-বিপিএল খেলে আফগানিস্তান সিরিজের প্রস্তুতি সারবেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া ঘরোয়া ক্রিকেটের স্বাদ যেন ভুলতে বসেছিলেন সাকিব আল হাসান। তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাঠে নেমেছিলেন সাকিব। এবার খেলবেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। বিসিএলের পর বিপিএলে অংশ নেবেন এই অলরাউন্ডার। এই দুই টুর্নামেন্ট খেলে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি সারবেন সাকিব।
যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরে শুক্রবার তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘এগুলো সবই প্রস্তুতির অংশ। কারণ, এর পরই আমাদের টানা আন্তর্জাতিক সিরিজ রয়েছে। আমার লক্ষ্য এটাই যে সেরা ফিটনেস ও প্রিপারেশন নিয়ে যেন আমি আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করতে পারি। তার জন্য এটা ভালো একটা বিল্ডআপ বলে আমি মনে করি।’
সঙ্গে যোগ করেন সাকিব ‘বিসিএলের কয়েকটা ম্যাচ আমি খেলতে পারি, এরপর বিপিএলে ম্যাচগুলা থেকে কনফিডেন্স নিতে পারি। এরপর আফগানিস্তানের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। আমার মনে হয় সেই সিরিজটাকে এগুলা (বিসিএল ও বিপিএল) খুব ভালো কমপ্লিমেন্ট করবে। সে কারণেই আসলে প্রস্তুতিটা নেওয়া।’
বিশ্বকাপ পাওয়া চোটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। পারিবারিক কারণে ছুটি নেওয়ায় নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। বিসিএসের লঙ্গার ভার্সনেও ছিলেন না। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ওয়ানডে সংস্করণ দিয়ে ফেরার কথা আছে সাকিবের। আগামী রোববার শুরু হওয়ার কথা আছে বিসিএল। যেখানে সাকিব খেলবেন মধ্যাঞ্চলের হয়ে। এরপর আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলে নবম আসর। এবার নতুন দল বরিশালে নাম লিখিয়েছেন সাকিব।
বিপিএলে নিজের দল নিয়ে সাকিব বলছিলেন, ‘দেখুন আমি আমাদের দল নিয়ে বলতে পারবো। আমাদের বেশ ভালোই একটা ব্যলেন্স দল হয়েছে। যদিও সব দলই মনে হয় আমার কাছে সমান শক্তিশালী। যেহেতু আটজন লোকাল প্লেয়ার খেলবে তাই কোনো পার্থক্য নেই দলগুলোর ভেতরে। এখন মাঠে যে ভালো পারফর্ম করে সেই আসলে ভালো করবে।’
শাফিন / শাফিন
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল