সাকিব ৩৫, আশরাফুলের ০
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরমেট মাঠে গড়িয়েছে আজ (রোববার) থেকে। সিলেটে এক ম্যাচে মুখোমুখি সেন্ট্রাল জোন আর ইস্ট জোন, অন্য ম্যাচে সাউথ জোন মোকাবেলা করছে নর্থ জোনের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইস্ট জোনের বোলারদের তোপে পড়ে মোসাদ্দেক হোসেনের নর্থ জোন, যে দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্র থেকে কদিন আগে দেশে ফেরা সাকিব চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি। ৫৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ৩৫ রান।
ব্যাটারদের ব্যর্থতায় ১৭৭ রানেই গুটিয়ে গেছে সেন্ট্রাল জোনের ইনিংস। সাকিব ছাড়াও ত্রিশের ঘরে আউট হয়েছেন ওপেনার মিজানুর রহমান (৪০ বলে ৩৬) আর উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন (৩৭ বলে ৩৭)।
সুবিধা করতে পারেননি সৌম্য সরকার (১৩), মোসাদ্দেক হোসেন (১৭), জাকের আলিরা (১৫)। মিজান আর মিঠুনের৫৬ রানের জুটিতে একটা পর্যায়ে ৩ উইকেটে ১২৩ রান ছিল সেন্ট্রাল জোনের। সেখান থেকে আর ৫৪ রান তুলতে ৭ উইকেট হারায় দলটি।
ইস্ট জোনের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেজাউর রহমান রাজা। মাত্র ২১ রানে ৩টি উইকেট শিকার করেন এই পেসার। রুবেল হোসেন ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ইস্ট জোন। ওপেনিংয়ে নেমে প্রথম ওভারেই আবু হায়দারকে উইকেট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। উইকেটরক্ষককের ক্যাচ হয়ে আশরাফুল ফিরেছেন ৫ বলে শূন্য করে।
দিনের আরেক ম্যাচে সিলেট একাডেমি মাঠে ১৬২ রানে গুটিয়ে গেছে জাকির হাসানের সাউথ জোন। তৌহিদ হৃদয় (৭৭ বলে ৫৫) আর পিনাক ঘোষ (৭৬ বলে ৪৭) ছাড়া বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
নর্থ জোনের শফিকুল ইসলাম ২৯ রানে ৩টি আর সানজামুল ইসলাম ৩৯ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার নাইম ইসলামের।
শাফিন / শাফিন
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল