মেসিকে ব্যালন ডি’অর দিতেন না তিনি
ব্যালন ডি’অর মানেই যেন বিতর্ক। একেকজনের পছন্দ একেক রকম। প্রায় প্রতিবারই এ নিয়ে শুরু হয় তর্কের। তাতে এবার যোগ দিয়েছেন ইউএফসির সাবেক রেসলাম হাবিব নুরমাগোমেডোভ। ‘দ্য ইগোল’ নামে পরিচিত হাবিব জানিয়েছেন নিজের পছন্দের কথা।
এবার নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তবে রুশ তারকা জানিয়েছেন, তিনি হলে মেসিকে তুলে দিতেন না ব্যালন ডি’অর। হাবিবের পছন্দ অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোও নন। বরং তার মতে গত তিন বছরের সেরা খেলোয়াড় রবার্ট লেভান্ডভস্কির হাতেই ব্যালন ডি’অর দিতেন হাবিব।
মিররকে তিনি বলেছেন, ‘আমি এটা লেভান্ডভস্কি অথবা বেনজেমাকে দিতাম। তাদের মধ্যে কেউ, হয়তো লেভান্ডভস্কি। আমার মনে হয় গত তিন বছর ধরে সে-ই পৃথিবীর সেরা খেলোয়াড়। আমরা যদি শুধু তার ফলের দিকেই দেখি। সে যা করেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। শেষ দুই বছরে ১২০-এর বেশি গোল করেছে ক্লাব ও জাতীয় দলের জন্য।’
গত কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছেন রবার্ট লেভান্ডভস্কি। এর মধ্যে গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভালোভাবেই ছিলেন তিনি। কিন্তু করোনার কারণে দেওয়া হয়নি সেটি। হাবিব মনে করেন, গত কয়েক বছর ধরে লেভান্ডভস্কির মতো পারফর্ম করতে পারেননি কেউ।
তিনি বলেছেন, ‘এটা খুব দুর্দান্ত ব্যাপার। পুরো ফুটবল ইতিহাসেই আমার মনে পড়ছে না কয়েকজনের বাইরে খুব বেশি নাম বলা যাবে যারা দুই বছরে ১২০ গোল করেছে। লেভান্ডভস্কি এবারও ৬৫ গোল করেছে। এটা অনেক বেশি। ফুটবলের জন্য আমার মনে হয় এটা অনেক বেশি। সে ব্যালন ডি’অর প্রাপ্য ছিল।’
শাফিন / শাফিন
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল