ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মেসিকে ব্যালন ডি’অর দিতেন না তিনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১২:৫৪

ব্যালন ডি’অর মানেই যেন বিতর্ক। একেকজনের পছন্দ একেক রকম। প্রায় প্রতিবারই এ নিয়ে শুরু হয় তর্কের। তাতে এবার যোগ দিয়েছেন ইউএফসির সাবেক রেসলাম হাবিব নুরমাগোমেডোভ। ‘দ্য ইগোল’ নামে পরিচিত হাবিব জানিয়েছেন নিজের পছন্দের কথা। 

এবার নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তবে রুশ তারকা জানিয়েছেন, তিনি হলে মেসিকে তুলে দিতেন না ব্যালন ডি’অর। হাবিবের পছন্দ অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোও নন। বরং তার মতে গত তিন বছরের সেরা খেলোয়াড় রবার্ট লেভান্ডভস্কির হাতেই ব্যালন ডি’অর দিতেন হাবিব।

মিররকে তিনি বলেছেন, ‘আমি এটা লেভান্ডভস্কি অথবা বেনজেমাকে দিতাম। তাদের মধ্যে কেউ, হয়তো লেভান্ডভস্কি। আমার মনে হয় গত তিন বছর ধরে সে-ই পৃথিবীর সেরা খেলোয়াড়। আমরা যদি শুধু তার ফলের দিকেই দেখি। সে যা করেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। শেষ দুই বছরে ১২০-এর বেশি গোল করেছে ক্লাব ও জাতীয় দলের জন্য।’

গত কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছেন রবার্ট লেভান্ডভস্কি। এর মধ্যে গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভালোভাবেই ছিলেন তিনি। কিন্তু করোনার কারণে দেওয়া হয়নি সেটি। হাবিব মনে করেন, গত কয়েক বছর ধরে লেভান্ডভস্কির মতো পারফর্ম করতে পারেননি কেউ।

তিনি বলেছেন, ‘এটা খুব দুর্দান্ত ব্যাপার। পুরো ফুটবল ইতিহাসেই আমার মনে পড়ছে না কয়েকজনের বাইরে খুব বেশি নাম বলা যাবে যারা দুই বছরে ১২০ গোল করেছে। লেভান্ডভস্কি এবারও ৬৫ গোল করেছে। এটা অনেক বেশি। ফুটবলের জন্য আমার মনে হয় এটা অনেক বেশি। সে ব্যালন ডি’অর প্রাপ্য ছিল।’

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে