ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিকল্প না থাকায় টিকে যাচ্ছেন ডমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ২:৫১

বাংলাদেশ দলের হেড কোচের চেয়ারটা রাসেল ডমিঙ্গোর জন্য অনেকদিন ধরেই নড়বড়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সেটা আরও বেশি জোরালো হয়। সম্প্রতি নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও কাটেনি ওই শঙ্কা। শোনা যাচ্ছিল, বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নাকি ফিরে আসতে চলেছেন চান্দিকা হাথুরুসিংহে।

তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, আপাতত নিজের দায়িত্বে টিকে যাচ্ছেন ডমিঙ্গো। কারণ হিসেবে জালাল বলেছেন হাতে বিকল্প কেউ না থাকা। 

সিলেটে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। হেড কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন নিশ্চয়ই মনে আছে, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই ও হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাবো।’

সবকিছু নতুন করে সাজানোর কথা ছিল জানুয়ারিতে। এ নিয়ে জালাল ইউনুস, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই না, নির্বাচকের মত পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল এখন, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে... এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে... আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

শাফিন / শাফিন

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে