ফের ব্যালন ডি’অর জিতবেন মদ্রিচ
চলতি মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি পরিবর্তন এসেছিল রিয়াল মাদ্রিদে। বদলে গিয়েছেন কোচ, রক্ষণেও এসেছিল বদল। নতুন যাত্রায় প্রথম শিরোপা পেয়ে গেছে দলটি। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
এই টুর্নামেন্ট ও ফাইনালে দারুণ পারফরম্যান্স করেছেন লুকা মদ্রিচ। ৩৮ বছর বয়সেও রিয়ালের হয়ে মৌসুমজুড়ে দারুণ খেলছেন তিনি। মেসি ও রোনালদো যুগে একমাত্র ফুটবলার হিসেবে ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মদ্রিচ। ক্রোয়েশিয়ান এই ফুটবলার আবার ব্যালন ডি’অর জেতার যোগ্য বলে মনে করেন সভাপতি ফ্লেরেন্তিনো পেরেজ।
গোলরক্ষক থিবো কর্তোয়া ও মদ্রিচকে নিয়ে তিনি বলেছেন, ‘কোনোরকম বড়াই ছাড়াই বলছি, তাদের পজিশনে তারাই সেরা। কর্তোয়া সেরা গোলরক্ষক আর মদ্রিচ এমন ফর্মে আছে, আবার ব্যালন ডি’অর জেতার যোগ্য সে।’
ট্রফি জেতায় উচ্ছ্বাস প্রকাশ করে পেরেজ বলেন, ‘এই ট্রফিটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা কিছু পরিবর্তন এনেছিলাম আর নতুন একটা যুগের শুরু করেছিলাম এমন একজন কোচকে দিয়ে, যিনি আমাদের জানেন। আমাদের ডিফেন্সেও পরিবর্তন এসেছে, তারা ফল দিচ্ছে। আমরা খুশি ও আশাবাদী, নতুন একটা পথের দেখা পেয়েছি জেতার।’
‘আমরা সবসময়ই সবকিছু জিততে চাই। তারা ছোট থাকতেই আমাদের এসব শিখিয়েছে। আমি এই ক্লাবের সদস্য ৬০ বছর হয়ে গেল আর আমরা এভাবেই শিখেছি। আমি ওই পথেই কাজ করছি সান্তিয়াগো বার্নাব্যু যেটা তৈরি করেছেন। আমি খুশি যে আমরা এ বছরের প্রথম শিরোপাটা জিততে পেরেছি।’
শাফিন / শাফিন
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু