জয় দিয়ে বিপিএল শুরু করলেন ফরচুন বরিশাল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেন বিপিএল ২০২২ ফরচুন বরিশাল। আজ উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেটে জয়ে মিশন শুরুর ভাল ইঙ্গিত দেয় বরিশাল। মিরপুরে ১২৬ রানের টার্গেটে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারায় বরিশাল। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং শুরু করা চট্টগ্রাম স্পিন দিয়ে চেপে ধরে সাকিব আল হাসানের দলকে। দলীয় ২৮ রানে সাকিবও ফেরেন সাজঘরে, তার আগে ১৬ বলে করেছেন ১৩ রান। তখন হাল ধরেন সৈকত আলী।
২৫ বলে ৩৯ রান করে বিদায় নেওয়ার আগে সৈকত হাঁকান ১টি চার ও ২টি ছক্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় বরিশালকে বেশ বেকায়দায় ফেলে দেয় চট্টগ্রাম। ৯২ রানে বরিশাল হারায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেট। এমন পরিস্থিতিতে মিরাজরা যখন জয়ের সুবাস পাচ্ছেন, তখন বাধা হয়ে দাঁড়ান জিয়াউর রহমান।
ক্রিজে এসেই মারমুখো ভঙ্গিতে রান তুলতে থাকেন জিয়া। এতে মোমেন্টাম হারিয়ে ফেলে চট্টগ্রাম। শেষপর্যন্ত ১৮.৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ২টি চার ও ১টি ছক্কা হাঁকানো জিয়া ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্তে ১০ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন ডোয়াইন ব্রাভো।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের প্রথম বলেই নাঈম হাসানকে ছক্কা হাঁকান ক্যারিবীয় ওপেনার কেনার লুইস।
তবে লুইস-শো এখানে থামে। নাজমুল হোসেন শান্তর হাতে তালুবন্দী হয়ে ৬ রানেই থামে লুইসের ইনিংস। নাঈমের পর দলকে সাফল্য এনে দেন আলজারি জোসেফ। ৬ রান করে আফিফ হোসেন ধ্রুব শিকার হন জোসেফের। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম।
এরপর দেখেশুনে খেলছিলেন আরেক ওপেনার উইল জ্যাকস। তবে তার সাবধানী ইনিংস দলের সুফল বয়ে আনেনি। দুটি চার হাঁকিয়ে সাব্বির রহমান (৮) সাজঘরে ফেরার পর জ্যাকসও থিতু হতে পারেননি। দলীয় রান পঞ্চাশ পেরোতেই ৯ রানেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিদায় ঘটে।
সুবিধা করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারিও। ২৩ বলে ১৪ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে নেমে দলের হাল ধরেন বেনি হাওয়েল। ইংলিশ অলরাউন্ডারের মারকুটে ব্যাটিং দলকে এনে দেয় সম্মানজনক পুঁজি।
বরিশালের পক্ষে আলজারি জোসেফ ৩২ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন। ২৫ রানের খরচায় ২ উইকেট শিকার করেন নাঈম হাসান। বল হাতে দারুণ আঁটসাঁট সাকিব ৪ ওভারে ১ উইকেট শিকার করেছেন মাত্র ৯ রান দিয়ে। ইংলিশ লেগ স্পিনার জ্যাক লিনটট ১৮ রানের খরচায় একটি উইকেট শিকার করেন।
এমএসএম / এমএসএম

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

গত বছর ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিটাও

প্রথমবার সেরা বিশে সাইফ, নাসুম এগোলেন ৮৭ ধাপ

আমি একা নির্বাচন করলেও পাস করতাম : তামিম

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

১৭৮ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশের নারীদের আজ ইংরেজি পরীক্ষা
Link Copied